আগে দেশের খেলা, পরে আইপিএল: পাপন
আইপিএল যখন শুরু হয়, তখন বিভিন্ন দেশে এর প্রভাব খুব বেশি করে পড়ে। আইপিএলের মোহে (আসলে হবে টাকার লোভে) তারা জাতীয় দলকে বাদ দিয়ে দেন। বাংলাদেশ থেকে আগে শুধুমাত্র সাকিবই সুযোগ পেতেন। এক সাকিবেই বাংলাদেশ টালমাটাল হয়ে যেত। পরে সেখানে যোগ হন মোস্তাফিজ। এবার এই দুই জনের সঙ্গে দল পেয়েছেন লিটন।
সাকিব-লিটনের ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসে। সংখ্যা বেশি হওয়াতে ভাবা হয়েছিল এবার হয়তো আইপিএলে খেলা নিয়ে বিসিবিতে আরও উত্তপ্ত অবস্থা বিরাজ করবে। কিন্তু এবার আর সে রকমটি হচ্ছে না।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিয়েছেন আগে জাতীয় দল, পরে আইপিএল। কারণ, গুঞ্জন ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলেই সাকিব-লিটন উড়াল দেবেন ভারতে। কিন্তু বিসিবির সভাপতির এই ঘোষণার পর তাদেরকে এখন টেস্ট খেলেই যেতে হবে।
মোস্তাফিজ জাতীয় দলের হয়ে টেস্ট খেলেন না। তাই তিনি ৩১ মার্চ টি-টোয়েন্টি সিরিজের পরই যেতে পারবেন। এরপর আইপিএলের মাঝ পথেই আবার তাদের ফিরে আসতে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড যাওয়ার কারণে। তার মানে মোস্তাফিজ আইপিএলের শুরু থেকে খেলতে পারলেও সাকিব লিটন পারবেন না। ও আবার তিন জনই শেষের দিকেও খেলতে পারবেন না।
বিসিবি থেকে ভারতীয় ক্রিকট বোর্ডকে ই-মেইলে জানানো হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটার ৮ এ্রপিল থেকে ১ মে পর্যন্ত অনাপত্তি পত্র পাবেন। বিসিবির হিসেবে সাকিব ও লিটন ২৪ দিন ও মোস্তাফিজ ৭ দিন বেশি সময় পাবেন। আইপিএল শুরু হবে ৩১ মার্চ।
সিলেটে তৃতীয় ওয়ানডে শেষে বিসিবি সভাপতি আইপিএলে নিয়ে সাংবাদিকদের বলেন, ‘আইপিএলে ওদেরকে নিলামে ডাকার আগে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ওরা কখন অ্যাভেইলেভেল। আমরা ওদেরকে তা জানিয়ে দিয়েছি। ওটা জেনেই ওদেরকে নিলামে নিয়েছে। ওখান থেকে পরিবর্তন হওয়ার মতো আমাদের মধ্যে কিছু আসেনি। কাজেই আমাদের যেটা ছিল তাই আছে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলে সাকিব ও লিটনের আইপিএলে যাত্রা নিয়ে বিসিবি সভাপতির দৃষ্টি আকষর্ন করা হলে তিনি বলেন, ‘সিদ্ধান্ত পরিবর্তনের আমরা কোনো সম্ভাবনা দেখি না। সত্যি কথা বলতে। যদি কখনো হয় আপনাদেরকে অবশ্যই জানাব। আগের সিদ্ধান্তই বহাল আছে।’
এমপি/এমএমএ/