নিজেদের ছাড়িয়ে যাওয়ার মিশনে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ দল এখন একটি সুখী পরিবার। ইংল্যান্ডে সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব-তামিম দ্বন্দ্বের খবর প্রকাশ করে ড্রেসিং রুমের যে অস্থির পরিবেশের কথা জানান দিয়েছিলেন ধারাবাহিক সাফল্যে তা এখন অনেকটাই আড়ালে পড়ে গেছে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ‘বাংলাওয়াশ’ করে। প্রথম ম্যাচ জেতায় এখন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আর হারা হচ্ছে না। হয় সিরিজ জয়, না হয় ড্র। কিন্তু বাংলাদেশ যে অপ্রতিরোধ্য ক্রিকেট খেলছে, তাতে করে আয়ারল্যান্ডের জেতার কথা ভুলেও হয়তো ভাববে না।
অপ্রতিরোধ্য বাংলাদেশকে ঠেকানোর শক্তি তাদের নেই। সিরিজ জেতার মানসিকতা নিয়েই বাংলাদেশ আজ শেষ ওয়ানডে ম্যাচে টস হেরে বোলিং করতে নামবে। এই সিরিজে বাংলাদেশ এই টানা তিন ম্যাচেই টস হারল। আগের দুই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলগত রানের নতুন রেকর্ড গড়েছিল।
প্রথম দুই ম্যাচে নিজেদের ছাড়িয়ে যাওয়ার মিশনে নামা বাংলাদেশ দল আজ কী উপহার দেবে দেশবাসীকে? ভাবনাকে বাস্তবে নামিয়ে আনতে বাংলাদেশের সেরা একাদশে আনা হয়েছে একটি পরিবর্তন। এই পরিবর্তন পরীক্ষা-নিরীক্ষা থেকেই। ইনজুরি মুক্ত হয়ে দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। তাদের জায়গা দিতে সরে দাঁড়াতে হয়েছে ইয়াসির আলীকে।
বাংলাদেশ সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মো. তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবাদত হোসেন চৌধুরী ও নাসুম আহেমদ।
এমপি/এসএন