বাংলাদেশ কি পারবে আজ নিজেদের ছাড়িয়ে যেতে!
বৈশাখী মাস মানেই ঝড়-বৃষ্টি। সেই বৈশাখ মাস এখনো আসেনি। আসি আসি করছে। দুয়ারে সমাগত। সময়ের হিসাবে এখনো ২০ দিনের উপরে বাকি। কিন্তু সিলেটে যেন বৈশাখ মাসের তাণ্ডব একটু আগে-ভাগেই চলে এসেছে। ভাবা যায়, ২০ মার্চ মুষলধারে বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। অথচ ম্যাচটি ছিল বাংলাদেশের রেকর্ডের মালায় গাঁথা। একদিনের ক্রিকেটে দলগত সর্বোচ্চ রান আর মুশফিকুর রহিমের ৬০ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করা।
সোমবার বৃষ্টির কারণে সিলেটে ম্যাচ যখন পরিত্যক্ত হয়ে যায়, ঢাকায় কিন্তু তথন মেঘাচ্ছন আকাশ ছিল। বৃষ্টি হচ্ছিল থেমে থেমে। সেই বৃষ্টির কারণে গতকাল (২২ মার্চ) বাংলাদেশ দলের অনুশীলন সকালের পরিবর্তে দুপুরে নিয়ে যাওয়া হয়, ঢাকায় তখন রোদের উজ্জ্বল কিরণ। এ ভাবেই বৈরি আবহাওয়ার সঙ্গে সিলেটের একটা প্রগাড় সম্পর্ক! আজকেও আবাহাওয়ার অবস্থা সুখকর নয়। সকাল থেকেই আকাশ মেঘলা। গুমোট হয়ে আছে। যে কোনো সময় কান্নায় রূপ নিয়ে নেমে আসতে পারে অঝোর ধারায়। যদি দ্বিতীয় ওয়ানডের পরিণতি বরণ করে, তা’হলে প্রথম ওয়ানডে ১৮৩ রানের রেকর্ড জয়ের কারণে সিরিজ হয়ে যাবে বাংলাদেশের।
আয়ারল্যান্ডের বিপক্ষে এভাবে সিরিজ জিততে চায় না বাংলাদেশ। এই সিরিজকে নেওয়া হয়েছে পরীক্ষা-নিরীক্ষার কোষাগার হিসেবে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছিল প্রথম ওয়ানডে ম্যাচে। এই পরীক্ষায় বাংলাদেশ শতভাগ সফল হয়েছিল দলগত রানের নতুন রেকর্ড (৮ উইকেটে ৩৩৮) গড়ার পর রানের ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়ে।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও আনা হয় একটি পরিবর্তন। ম্যাচের অর্ধেক ইনিংস খেলে বাংলাদেশ এখানেও সফল হয়। আবারও দলগত রানের নতুন রেকর্ড গড়ে (৬ উইকেটে ৩৪৯)। সঙ্গে ছিল মুশফিকুর রহিমের দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিও। কিন্তু বৃষ্টির কারণে ফসল আর পুরোটা ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডের মত বোলারা দেখাতে পারেননি তাদের রূপ। খেলা হলে হয়ত রানের ব্যবধানে জয়ের ক্ষেত্রেও বাংলাদেশ নতুন করে রেকর্ড গড়ত।
আজ শেষ ওয়ানডে। বৃষ্টির চোখ রাঙানি আছে। কিন্তু সেই চোখ রাঙানি মাথায় নিয়েই বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট তাদের একাদশ নিয়ে পরিকল্পনা অনেকটা সাজিয়ে রেখেছেন। পরীক্ষা-নিরীক্ষা চলবেই। সেই ধারাবাহিকতায় তিনজনকে আজ দেখা যেতে পারে নতুন করে।
ইনজুরির কারণে প্রথম দুইটি ওয়ানডে খেলতে না পারা মেহেদি হাসান মিরাজ আজ খেলবেন। তাকে জায়গা দিতে হয়ত সরে দাঁড়াতে হবে ইয়াসির আলীকে। ১৬ জনের দল ছিল বাংলাদেশের। তৃতীয় ওয়ানডের আগে আফিফ হোসেন ও শরিফুল ইসলামকে বাদ দেওয়াতে ১৪ জনে নেমে এসেছে দল। সিরিজে না খেলা অপর ক্রিকেটার হলেন রনি তালুকদার। আজ তাকেও দেখা যাবে সেরা একাদশে। ঘরোয়া ক্রিকেটে ওপেন করা এই ব্যাটসম্যানকে জায়গা দিতে কোচ হাথুরুসিংহে কাকে একাদশের বাইরে রাখেন তাই দেখার বিষয়।
এদিকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর বাংলাদেশ দল ২১ মার্চ কোনো অনুশীলন রাখেনি। ২২ মার্চ ছিল ঐচ্ছিক অনুশীলন। যে কারণে সব ক্রিকেটারা আর আসেননি। সাকিব ও মুশফিকতো সিলেটেই ছিলেন না। সাকিব একটি ব্যবসায়িক কাজে মঙ্গলবার ও মুশফিক সন্তানের অসুস্থতার কারণে বুধবার ঢাকায় চলে এসেছিলেন। দুই জনেই গতকাল দলের সঙ্গে গিয়ে যোগ দিয়েছেন।
প্রকৃতির বিরূপ আচরণ থাকলেও বাংলাদেশ দল এখন একটি সুখি পরিবার। ইংল্যান্ডে সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব-তামিম দ্বন্দ্বের খবর প্রকাশ করে ড্রেসিং রুমের যে অস্থির পরিবেশের কথা জানান দিয়েছিলেন ধারাবাহিক সাফল্যে তা এখন অনেকটাই আড়াল পড়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ‘বাংলাওয়াশ’ করে। প্রথম ম্যাচ জেতায় এখন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আর হারা হচ্ছে না। হয় সিরিজ জয়, না হয় ড্র। কিন্তু বাংলাদেশ যে অপ্রতিরোধ্য ক্রিকেট খেলছে, তাতে করে আয়ারল্যান্ডের জেতার কথা ভুলেও হয়ত ভাববে না। খেলা হলে অপ্রতিরোধ্য বাংলাদেশকে ঠেকানোর শক্তি তাদের নেই। সিরিজ জেতার মানসিকতা নিয়েই বাংলাদেশ মাঠে নামবে।
প্রথম দুই ম্যাচে নিজেদের ছাড়িয়ে যাওয়ার মিশনে নামা বাংলাদেশ দলর কাছে আজ সে রকম নতুন কোনো কিছুই সবাই প্রত্যাশা করছেন। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সে রকম ইঙ্গিতও দিয়ে জানিয়েছেন, বাংলাদেশ দলের ৪০০ রান করা সম্ভব। তান জন্য আগে খেলা হতে হবে। বাংলাদেশ দলকে টস জিততে হবে। নিতে হবে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত। তারপর আসবে নিজেদেন ছাড়িয়ে যাওয়ার পালা!
এমপি/আরএ/