বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বাংলাদেশ কি পারবে আজ নিজেদের ছাড়িয়ে যেতে!

বৈশাখী মাস মানেই ঝড়-বৃষ্টি। সেই বৈশাখ মাস এখনো আসেনি। আসি আসি করছে। দুয়ারে সমাগত। সময়ের হিসাবে এখনো ২০ দিনের উপরে বাকি। কিন্তু সিলেটে যেন বৈশাখ মাসের তাণ্ডব একটু আগে-ভাগেই চলে এসেছে। ভাবা যায়, ২০ মার্চ মুষলধারে বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল‌্যান্ডের দ্বিতীয় ম‌্যাচটি পরিত‌্যক্ত হয়ে গেছে। অথচ ম‌্যাচটি ছিল বাংলাদেশের রেকর্ডের মালায় গাঁথা। একদিনের ক্রিকেটে দলগত সর্বোচ্চ রান আর মুশফিকুর রহিমের ৬০ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করা।

সোমবার বৃষ্টির কারণে সিলেটে ম‌্যাচ যখন পরিত‌্যক্ত হয়ে যায়, ঢাকায় কিন্তু তথন মেঘাচ্ছন আকাশ ছিল। বৃষ্টি হচ্ছিল থেমে থেমে। সেই বৃষ্টির কারণে গতকাল (২২ মার্চ) বাংলাদেশ দলের অনুশীলন সকালের পরিবর্তে দুপুরে নিয়ে যাওয়া হয়, ঢাকায় তখন রোদের উজ্জ্বল কিরণ। এ ভাবেই বৈরি আবহাওয়ার সঙ্গে সিলেটের একটা প্রগাড় সম্পর্ক! আজকেও আবাহাওয়ার অবস্থা সুখকর নয়। সকাল থেকেই আকাশ মেঘলা। গুমোট হয়ে আছে। যে কোনো সময় কান্নায় রূপ নিয়ে নেমে আসতে পারে অঝোর ধারায়। যদি দ্বিতীয় ওয়ানডের পরিণতি বরণ করে, তা’হলে প্রথম ওয়ানডে ১৮৩ রানের রেকর্ড জয়ের কারণে সিরিজ হয়ে যাবে বাংলাদেশের।

আয়ারল‌্যান্ডের বিপক্ষে এভাবে সিরিজ জিততে চায় না বাংলাদেশ। এই সিরিজকে নেওয়া হয়েছে পরীক্ষা-নিরীক্ষার কোষাগার হিসেবে। ইংল‌্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছিল প্রথম ওয়ানডে ম‌্যাচে। এই পরীক্ষায় বাংলাদেশ শতভাগ সফল হয়েছিল দলগত রানের নতুন রেকর্ড (৮ উইকেটে ৩৩৮) গড়ার পর রানের ব‌্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়ে।

দ্বিতীয় ওয়ানডে ম‌্যাচেও আনা হয় একটি পরিবর্তন। ম‌্যাচের অর্ধেক ইনিংস খেলে বাংলাদেশ এখানেও সফল হয়। আবারও দলগত রানের নতুন রেকর্ড গড়ে (৬ উইকেটে ৩৪৯)। সঙ্গে ছিল মুশফিকুর রহিমের দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিও। কিন্তু বৃষ্টির কারণে ফসল আর পুরোটা ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডের মত বোলারা দেখাতে পারেননি তাদের রূপ। খেলা হলে হয়ত রানের ব‌্যবধানে জয়ের ক্ষেত্রেও বাংলাদেশ নতুন করে রেকর্ড গড়ত।

আজ শেষ ওয়ানডে। বৃষ্টির চোখ রাঙানি আছে। কিন্তু সেই চোখ রাঙানি মাথায় নিয়েই বাংলাদেশ দলের টিম ম‌্যানেজমেন্ট তাদের একাদশ নিয়ে পরিকল্পনা অনেকটা সাজিয়ে রেখেছেন। পরীক্ষা-নিরীক্ষা চলবেই। সেই ধারাবাহিকতায় তিনজনকে আজ দেখা যেতে পারে নতুন করে।

ইনজুরির কারণে প্রথম দুইটি ওয়ানডে খেলতে না পারা মেহেদি হাসান মিরাজ আজ খেলবেন। তাকে জায়গা দিতে হয়ত সরে দাঁড়াতে হবে ইয়াসির আলীকে। ১৬ জনের দল ছিল বাংলাদেশের। তৃতীয় ওয়ানডের আগে আফিফ হোসেন ও শরিফুল ইসলামকে বাদ দেওয়াতে ১৪ জনে নেমে এসেছে দল। সিরিজে না খেলা অপর ক্রিকেটার হলেন রনি তালুকদার। আজ তাকেও দেখা যাবে সেরা একাদশে। ঘরোয়া ক্রিকেটে ওপেন করা এই ব‌্যাটসম‌্যানকে জায়গা দিতে কোচ হাথুরুসিংহে কাকে একাদশের বাইরে রাখেন তাই দেখার বিষয়।

এদিকে দ্বিতীয় ওয়ানডে ম‌্যাচের পর বাংলাদেশ দল ২১ মার্চ কোনো অনুশীলন রাখেনি। ২২ মার্চ ছিল ঐচ্ছিক অনুশীলন। যে কারণে সব ক্রিকেটারা আর আসেননি। সাকিব ও মুশফিকতো সিলেটেই ছিলেন না। সাকিব একটি ব‌্যবসায়িক কাজে মঙ্গলবার ও মুশফিক সন্তানের অসুস্থতার কারণে বুধবার ঢাকায় চলে এসেছিলেন। দুই জনেই গতকাল দলের সঙ্গে গিয়ে যোগ দিয়েছেন।

প্রকৃতির বিরূপ আচরণ থাকলেও বাংলাদেশ দল এখন একটি সুখি পরিবার। ইংল‌্যান্ডে সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব-তামিম দ্বন্দ্বের খবর প্রকাশ করে ড্রেসিং রুমের যে অস্থির পরিবেশের কথা জানান দিয়েছিলেন ধারাবাহিক সাফল‌্যে তা এখন অনেকটাই আড়াল পড়ে গেছে। ইংল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ‘বাংলাওয়াশ’ করে। প্রথম ম‌্যাচ জেতায় এখন আয়ারল‌্যান্ডের বিপক্ষে সিরিজ আর হারা হচ্ছে না। হয় সিরিজ জয়, না হয় ড্র। কিন্তু বাংলাদেশ যে অপ্রতিরোধ‌্য ক্রিকেট খেলছে, তাতে করে আয়ারল‌্যান্ডের জেতার কথা ভুলেও হয়ত ভাববে না। খেলা হলে অপ্রতিরোধ‌্য বাংলাদেশকে ঠেকানোর শক্তি তাদের নেই। সিরিজ জেতার মানসিকতা নিয়েই বাংলাদেশ মাঠে নামবে।

প্রথম দুই ম‌্যাচে নিজেদের ছাড়িয়ে যাওয়ার মিশনে নামা বাংলাদেশ দলর কাছে আজ সে রকম নতুন কোনো কিছুই সবাই প্রত‌্যাশা করছেন। পেস বোলিং কোচ অ‌্যালান ডোনাল্ড সে রকম ইঙ্গিতও দিয়ে জানিয়েছেন, বাংলাদেশ দলের ৪০০ রান করা সম্ভব। তান জন‌্য আগে খেলা হতে হবে। বাংলাদেশ দলকে টস জিততে হবে। নিতে হবে আগে ব‌্যাটিং করার সিদ্ধান্ত। তারপর আসবে নিজেদেন ছাড়িয়ে যাওয়ার পালা!

এমপি/আরএ/

Header Ad

ভারতে পালানোর সময় চট্টগ্রামের পুরোহিত আশীষ আটক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আশীষ পুরোহিত (৬৫) নামে একজনকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক আশীষ চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। আটকের সময় তার মোবাইলে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে একাধিক ছবি পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, আশীষ পুরোহিত মিরসরাইয়ের অলিনগর সীমান্ত দিয়ে কলকাতায় অবৈধভাবে প্রবেশ করার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে তাকে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে বাংলাদেশি এনআইডি কার্ড, ভারতীয় আধার কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন। দ্বৈত নাগরিকত্ব এবং অবৈধ পারাপারের দায়ে তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

Header Ad

নাটকীয় হারে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুরের

ছবি: সংগৃহীত

জেতা ম্যাচ প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া বাংলাদেশের জন্য যেমন নতুন কিছু নয়। ঠিক তেমনি রংপুরের ক্ষেত্রেও ঘটল আজ একই ঘটনা। সুপার ওভারে যখন খুশদিল শাহর এক ছক্কায় মোট ১২ রান তুলেছিল রংপুর রাইডার্স। এই রান ডিফেন্ড করতে তখন বিদেশি জ্যাক চ্যাপেলের ওপর আস্থা রেখেছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি এই পেসার। প্রথম বলেই ছক্কা হজম করেন চ্যাপেল। শেষ ২ বলে যখন ৫ রান দরকার, তখন পঞ্চম বলে এই পেসারকে আরো একটা ছক্কা হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন লিয়াম ডসন।

গায়ানায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি রংপুর রাইডার্স। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পেয়েছিল রংপুর। দুই ওপেনার সৌম্য সরকার ও স্টেফেন টেইলর উদ্‌বোধনী জুটিতে যোগ করেন ৪৬ রান। ১২ বলে ২০ রান করেছেন টেইলর। আরেক ওপেনার সৌম্যের ব্যাট থেকে এসেছে ২০ বলে ২৭ রান।

তবে দুই ওপেনার ফেরার পরই রানের গতি কমে যায়। তিনে নামা উইয়েন মেডসেন ২৬ বলে করেছেন ১৫ রান। তবে নুরুল হাসান সোহান ও খুশদিল শাহ উইকেটে এসে রানের গতি বাড়ান। তাতে সহজ জয়ের পথেই ছিল রংপুর। তবে এই দুজন ফেরার পর সেই সহজ সমীকরণই কঠিন করেছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি। শেষ ওভারে জয়ের জন্য তাদের ৭ রান প্রয়োজন ছিল। ৬ রানের বেশি নিতে পারেনি তারা।

এর আগে শান মাসুদের ধীর গতির ফিফটিতে ১৩২ রানের পুঁজি পায় হ্যাম্পশায়ার। মাসুদের ফিফটি ছাড়াও ৩১ বলে ২৮ রান করেছেন আলি ওর। রংপুরের হয়ে ২৩ রানে ৫ উইকেট পেয়েছেন জ্যাক চ্যাপেল।

Header Ad

বাংলাদেশের নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐকমত্যে কাজ করার আহ্বান মাহাথিরের

ছবি: সংগৃহীত

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও কিংবদন্তি নেতা সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনীমূলক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আজ (বুধবার) কুয়ালালামপুরের রয়াল লেক ক্লাবে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ তানশ্রী সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও বেসরকারি থিংক ট্যাংক আইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দীনের বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মাহাথির বলেন, বাংলাদেশের জনগণ সাহসিকতার সাথে একজন অজনপ্রিয় ও স্বৈরাচার শাসককে ক্ষমতাচ্যুত করেছে। এখন তাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার। বিভক্তি এড়িয়ে ব্যক্তির দিকে না তাকিয়ে দেশের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ নতুন করে এগিয়ে যাবে।

একই অনুষ্ঠানে অপর বক্তা মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ তানশ্রী হামিদ আলবার বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশটির পরিশ্রমী জনগণের প্রচেষ্টায় সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থান বাংলাদেশের সামনে পুনর্গঠনের বিরল সুযোগ করে দিয়েছে। টেকসই গণতন্ত্রের জন্য তিনি আয় ও সম্পদের বৈষম্য কমিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।

বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ পরিবর্তনের জন্যে কঠোর পরিশ্রম করারও আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়েও পূর্ণ সমর্থন আমাদের রয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতে পালানোর সময় চট্টগ্রামের পুরোহিত আশীষ আটক
নাটকীয় হারে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুরের
বাংলাদেশের নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐকমত্যে কাজ করার আহ্বান মাহাথিরের
ট্রাম্পের ক্যাবিনেট সদস্যদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে সরকার
গাজায় একদিনে আরও ৩৩ জন নিহত
বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেকে গুলি করল মিয়ানমার নৌবাহিনী
সম্পত্তির জন্য বাবাকে তালাবদ্ধ করে রাখলো মেয়েরা
হাসনাত ও সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক
বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নীত করাই প্রধান লক্ষ্য: এয়ার চিফ মার্শাল
দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার
সাত কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত: রিজভী
জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিচারককে ডিম ছুড়লেন আইনজীবীরা
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিজেপির বিক্ষোভ
নিরবের পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিলেন স্ত্রী, চাইলেন ক্ষমা