ডোনাল্ড দেখছেন ৪০০ রান!
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নেমেছে নিজেদের ছাড়িয়ে যাওয়ার মিশনে। প্রথম ম্যাচে ৮ উইকেটে ৩৩৮ রান করে নিজেদের দলগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পাশাপাশি ১৮৩ রানে ম্যাচ জিতে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ও তুলে নেয়। পরের ম্যাচে আবার ৬ উইকেটে ৩৪৯ রান করে নতুন করে রেকর্ড গড়ে। ম্যাচে আবার মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে ৬০ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন।
আগামীকাল (২৩ মার্চ) তৃতীয় ম্যাচেও কি বাংলাদেশ নিজেদের ছাড়িয়ে যাবে? দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড মনে করেন, বাংলাদেশের পক্ষে ৪০০ রানও করা সম্ভব। আজ (২২ মার্চ) তিনি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে তৃতীয় ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বলেন, ‘৪০০ রান করা অবশ্যই সম্ভব।’
কীভাবে ৪০০ রান করা সম্ভব তারও বর্ণনা দিয়েছেন এই সাদা বিদ্যুৎ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে ৯০ রানের ঘরে আউট হয়েছেন দুইজন। দ্বিতীয় ম্যাচে দুইজন আউট হয়েছে ৭০ রানের ঘরে। এই ম্যাচে মুশফিক তার ইনিংসটাকে বড় করতে পেরেছে। ১০০ রান করে অপরাজিত ছিল। আমার এই ইনিংস এবং জুটিগুলোকে আরও বড় করতে চাই।’
এমনিতেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশর অবস্থান অনেক মজবুত। ইংল্যান্ডের কাছে সিরিজ হারলেও শেষ ম্যাচে জয় পেয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে গত দুই ম্যাচেতো নিজেদের ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছে। এটিকে ভালো লক্ষণ বলে মনে করছেন ডোনাল্ড। তিনি বলেন, ‘আমরা যেভাবে চাচ্ছিলাম আমাদের দলগত অর্জন, আমরা সেভাবে আসছে। এটি একটি ভালো দিক। আমাদের আত্মবিশ্বাস দৃঢ় হচ্ছে। সবার প্রচেষ্টায় দলীয় শক্তি।’
দলের সাম্প্রতিক সাফল্যে ডোনাল্ড প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের আগ্রাসী, ক্রিকেট খেলার ধরনকেই প্রধান কারণ হিসেবে মনে করছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি গত এক বছর থেকে এই দলের সঙ্গে কাজ করছি। আমার কাজের ধরনের কোনো পরিবর্তন হয়নি। আমি আগ্রাসী মনোভাবের লোক। হাথুরুও আগ্রাসী। সে আসার পর দলের সবার মাঝে এই আগ্রাসী মনোভাবটা ছড়িয়ে দিতে পেরেছে। জয় পেতে ভয় পেও না। এটি দারুণ একটি উদ্দীপক বার্তা।’
হাথুরুসিংহের প্রশংসা করে ডোনাল্ড আরও বলেন, ‘দলে তার (হাথুরুসিংহে) ব্যক্তিত্ব চমৎকার। তিনি সবাইকে স্বাধীনভাবে খেলার টেন্ডার দিয়েছেন। তার এই বার্তা ক্রিকেটাররা দারুণভাবে গ্রহণ করেছে। যে কারণে তারা আগ্রাসী ক্রিকেট খেলতে পারছে।’
এমপি/এসজি