২৪ ঘণ্টায় দলে ফিরলেন শরিফুল, প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া!
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শামীম হোসেন পাটোয়ারীর ক্ষেত্রে যেটি ঘটেছিল, এবার বাঁহাতি পেসার শরিফুল ইসলামের ক্ষেত্রে ঘটেছে তার বিপরীত। শামীম দ্বিতীয় ওয়ানডে দলে ডাক পাওয়ার ২৪ ঘণ্টার মাঝে দল থেকে বাদ পড়েছিলেন। সুযোগ পাননি তৃতীয় ওয়ানডের দলে। ওয়ানডে দলে ডাক পাওয়ার আগের দিন তিনি আবার টি-টোয়েন্টি দলে ফিরে এসেছিলেন।
মঙ্গলবার (২১ মার্চ) নির্বাচকরা আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য যে দল ঘোষণা করেছিলেন, সেই দলে জায়গা হারান প্রথম দুই ম্যাচে দলে সুযোগ পাওয়া শরিফুল ইসলাম। আজ আবার একই দলের বিপক্ষে নির্বাচকরা শরিফুল ইসলামকে দলে রেখে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন। এখানে ২৪ ঘণ্টার মধ্যে তাকে দলে ফিরিয়ে আনা হয়েছে! শরিফুলকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা করার সংবাদ জানানো হয়েছিল মঙ্গলবার বেলা ২টা ১৬ মিনিটে। আর আজ টি-টোয়েন্টি দলে তাকে ফিরিয়ে এনে দল ঘোষণার সংবাদ জানানো হয়েছে বেলা ২টা ১৯ মিনিটে।
শরিফুল সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের ৭ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে। সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন একই বছর ভারতের বিপক্ষে ২ নভেম্বর। ওয়ানেডে দলে তাকে যেমন ফিরিয়ে আনার কোনো কারণ ছিল না, তেমনি টি-টোয়েন্টি দলেও। কারণ দলে ফিরে আসার মতো তেমন কোনো নৈপুণ্য তিনি দেখাতে পারেননি।
যেহেতু ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বেঞ্চের শক্তি যাচাই করার জন্য কোচ চন্ডিকা হাথুরুসিংহে তার ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা করে সেরাটা বের করে আনার পরিকল্পনা করেছেন, সেই হিসেবে ১৪ ওয়ানডে খেলে ১৯ উইকেট শিকার করার অভিজ্ঞতাসম্পন্ন শরিফুলের ফিরে আসাটা প্রক্রিয়া হিসেবেই ধরে নেওয়া যায়। কিন্তু সেই প্রক্রিয়ায় না গিয়েই তাকে কোনো ম্যাচ খেলার সুযোগ না দিয়ে বাদ দেওয়াটা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলে।
ওয়ানডে দলে ফেরার মতোই শরিফুলের টি-টোয়েন্টি দলে ফেরাটাও অবাক করার মতো। কারণ এবারের বিপিএলে তিনি ঢাকা ডমিনেটরসের হয়ে নিয়মিত খেলার সুযোগই পাননি। মাত্র তিন ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন ৪টি। রংপুর রাইডার্সের বিপক্ষে এক ম্যাচে নিয়েছিলেন ১৮ রানে ৩ উইকেট। ফরচুন বরিশালের বিপক্ষে ১ উইকেট পেয়েছিলেন ৪৩ রানে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৬ রান দিয়ে তিনি কোনো উইকেট পাননি। এ ছাড়া জাতীয় দলের হয়ে ২৯টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৩২টি। সেরা বোলিং ছিল ২১ রানে ৩টি। এমন একজন বোলারের টি-টোয়েন্টি দলে ফিরে আসাটা অবাক করার মতোই। কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে তারও ব্যাখ্যা রয়েছে।
তিনি বলেন, ‘শরিফুল ইসলাম অনেক দিন ইনজুরিতে ছিল। ইনজুরির পর একটা সিস্টেমের মধ্যে এসেছে ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে। এজন্য ওকে আমরা আবার টিমে ব্যাক করিয়েছি।’
শরিফুলসহ নতুন মুখ রিশাদ হোসেন ও জাকের আলী অনিককে নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা ইংল্যান্ডের সঙ্গে খুব সাকসেসফুল একটা টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছি। এটি আমাদের ক্রিকেটের বিরাট মাইলফলক। এটার সঙ্গে একটা সুযোগ এসেছে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাক টু ব্যাক সিরিজ খেলছি। এখানে কিছু প্লেয়ারকে দেখার একটা সুযোগ তৈরি হয়েছে। যার কারণে আমরা কিছু প্লেয়ারকে পরিবর্তন করেছি। যারা সুযোগ পাচ্ছে, তাদের জন্য একটা বড় সুযোগ। আশা করছি, সবাই নিজেকে মেলে ধরতে পারবে।’
এমপি/এসজি