গাজী গ্রুপকে হারিয়ে রূপগঞ্জ টাইগার্সের চমক
৪১ রানে নেই ৬ উইকেট। বড় হারের হাতছানি গাজী গ্রুপ ক্রিকেটার্সের। সেখান থেকে সপ্তম উইকেট জুটিতে আকবর আলী ও এনামুল হক ২৭ ওভারে ১৪২ রান যোগ করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে দলকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা আর পারেননি। ৪৮.৪ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। এর আগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৮ উইকেটে ২৫১ রান করেছিল। ৩ ম্যাচে গাজীর এটি ছিল প্রথম হার। তাদের পয়েন্ট ৩। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের এটি ছিল প্রথম জয়।
আজ (২২ মার্চ) বিকেএসপির ৪ নাম্বার মাঠে রূপগঞ্জ টাইাগার্স ক্রিকেট ক্লাব নাঈম ইসলামের ৭৮ ও ইমরানুজ্জানের ৬৮ রানে ভর করে ৮ উইকেটে ২৫১ রান করে। এই দুইজন ছাড়া সানজামুল ৪৩ ও আলাউদ্দিন ২৬ রান করেন। গাজী গ্রুপের সুমন খান, হুসনা হাবিব ও এনামুল হক ২টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে গাজী গ্রুপের ব্যাটাররা আলাউদ্দিন বাবু ও নাঈম হাসানের রোষানলে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে। হাবিবুর রহমান, অমিত মুজমদার ও রাভি তেজাকে ফিরিয়ে দেন আলাউদ্দিন বাবু। নাঈম হাসান ফিরিয়ে দেন মাহমুদুল হাসান ও মেহরাব হোসেনকে। এসময় বড় হারের মুখে পড়ে গাজী গ্রুপ। কিন্তু সপ্তম উইকেট জুটিতে আকবর আলী ও এনামুল হক সহজে হার মারতে রাজি ছিলেন না। তারা রূপগঞ্জ টাইগার্সের বোলারদের তোপ সামলে মাথা উঁচু করে দাঁড়িয়ে যান ক্রিজে। দলের পতন সামাল দিয়ে তারা সেই রানকে নিয়ে যান ১৮৩ তে। এসময় আকবর আলী ৮৫ বলে ২ ছক্কা ও ৭ চারে ৮৮ রান করে সানজামুলের বলে ইমতিয়াজের হাতে ধরা পড়ে বিদায় নেন। এনামুল শেষ চেষ্টা করেছিলেন আউট না হয়ে। কিন্তু অপর প্রান্তে তাকে আর কেউ সঙ্গ দিতে পারেননি।
কাজী অনিক, সুমন খান, হুসনা হাবিব দ্রুত আউট হয়ে গেলে এনামুল ১০২ বলে ৩ ছক্কা ও ২ চারে ৮২ রান করে অপরাজিত থাকেন। আলাউদ্দিন বাবু ৩৫ রান দিয়ে নেন ৫ উইকেট। নাঈম হাসান ২ উইকেট নিতে খরচ করেন ৫৫ রান।
এমপি/এসজি