দুই নবাগতের খেলায় অগ্রণী ব্যাংকের জয়
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বৃহস্পতিবার (২২ মার্চ) দুই নবাগতের খেলায় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। তারা ১২১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা লিওপার্ডসকে। বিকেএসপির ৩ নাম্বার মাঠে আগে ব্যাট করে অগ্রণী ব্যাংক মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে (১০০) ৭ উইকেটে ২৫৭ রান করে। জবাব দিতে নেমে মোহাম্মদ ইলিয়াস সানি ৩৪ রানে ৫ উইকেট নিলে লিওপার্ডস ৩৬.৩ ওভারে মাত্র ১৩৭ রানে অলআউট হয়ে যায়।
অগ্রণী ব্যাংক গতবার প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে চ্যাম্পিয়ন ও ঢাকা লিওপার্ডস রানার্সআপ হয়ে প্রিমিয়ার বিভাগে উঠে এসেছিল। ৩ ম্যাচে অগ্রণী ব্যাংকের এটি ছিল প্রথম জয়। সমান ম্যাচে লিওপার্ডস কোনো জয় পায়নি। পরিত্যক্ত হওয়া ১টি ম্যাচে তারা ১ পয়েন্ট পেয়েছিল।
অগ্রণী ব্যাংকের ইনিংস গড়ে উঠে তৃতীয় উইকেট জুটিতে সাদমান ইসলাম ও মার্শাল আইয়ুবের ২০.৫ ওভারে ১০১ রানে। সাদমান ইসলাম ১০৪ বলে ৭৩ রান করে আউট হলেও মার্শাল আইয়ুব পাক্কা ১০০ রান করে আউট হন। তার ১০৮ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। সাদমান ইসলাম সালাহউদ্দিন শাকিলের বলে ১ রান নিয়ে ৭৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তাকে আউট করেন সোহেল রানা বোল্ড করে। মার্শাল তার হাফ সেঞ্চুরি করেন সোহরাওয়ার্দী শুভর বলে ১ রান নিয়ে ৭১ বলে। সেঞ্চুরি পূর্ণ করেন সোহেল রানার বলে ১ রান নিয়ে। বল খেলেন ১০৬টি। এর পরপরই তিনি আউট হয়ে যান সালাহউদ্দিন শাকিলের বলে লং অফে রকিবুল হাসান নয়নের হাতে ক্যাচ দিয়ে। এই দুইজন ছাড়া দলের তৃতীয় সর্বোচ্চ রান করেন আজিম নাজির কাজি ৩৬ বলে ২৮। লিওপার্ডসের সালাহউদ্দিন শাকিল ৪৫ রানে ৩টি, চাতুরাঙ্গা ডি সিলভা ৫০ ও সোহেল রানা ৪৯ রানে নেন ২টি করে উইকেট।
জবাব দিতে নেমে মোহাম্মদ ইলিয়াস সানির তোপে পড়ে লিওপার্ডস মোটেই সুবিধা করতে পারেনি। মো. সাব্বির হোসেন শিকদার ও পিনা ঘোষের উদ্বোধনী জুটিতে ৩৯ রান আসার পর নিয়মিত উইকেট পড়তে থাকে। ফলে তারা মাত্র ৩৬.৩ ওভারে ১৩৭ রান করে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ রান করেন মঈন খান। তিনি ২৪ বলে ১ ছক্কা ও ৩ চারে ৩১ রান করেন। এ ছাড়া সাব্বির ২১, পিনাক ঘোষ ও রকিবুল হাসান ১৭ রান করে করেন। ইলিয়াস সানি ১০ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৫ উইকেট। আরাফাত সানি ২ উইকেট নেন ২৫ রানে।
এমপি/এসজি