শাইনপুকুরকে হারিয়ে প্রাইম ব্যাংকের তৃতীয় জয়
শাইনপুকুরকে ৭৮ রানে হারিয়ে প্রাইম ব্যাংক ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তিন ম্যাচে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে। আজ (২১ মার্চ) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯৩ রান করে প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে শাইনপুকুর ৪৫.১ ওভারে ২১৭ রানে অলআউট হয়।
প্রাইম ব্যাংকের ইনিংস গড়ে উঠে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ৯৩ রানের ইনিংসের সুবাদে। প্রথম ওভারেই হাসানুজ্জামান কোনো রান না করেই আউট হওয়ার পর মোহাম্মদ মিঠুন ও প্রান্তিক নওরোজ নাবিল ১৩২ রান যোগ করেন। ৬২ বলে ১ ছক্কা ও ২ চারে ৪৩ রান করে আউট হন প্রান্তিক। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মিঠুন ৯৩ বলে ৩ ছক্কা ও ১০ চারে ৯৩ রান করে আউট হন হাসান মুরাদের বলে বোল্ড হয়ে। তিনি হাফ সেঞ্চুরি করেন ফরহাদ রেজার বলে ডিপ মিড উইকেটে বাউন্ডারি মেরে ৫৯ বলে।
মিঠুন আউট হওয়ার পর প্রাইম ব্যাংকের ইনিংসকে টেনে নিয়ে যান আদিল আমিন ৭২ বলে ২ ছক্কা ও ১ চারে অপরাজিত ৬৪ রান করে। মেহেদি হাসান রানার বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ৩ রান নিয়ে হাফ সেঞ্চুরি করেন ৬১ বলে। শেষের দিকে অলক কাপালি ১৬ বলে ২টি করে চার ও ছক্কা মেরে ২৮ রান করেন। এ ছাড়া আল আমিন জুনিয়র করেন ৩১ বল ৩৯ রান। শাইনপুকুরের ফরহাদ রেজা ৩১ রানে নেন ৩ উইকেট। নাহিদ রানা ৪৯ ও আমিনুল ইসলাম বিপ্লব ৫০ রান নেন ২টি করে উইকেট।
বড় টার্গেটের পেছনে ছুটে শাইনপুকুর রুবেল হোসেনের তোপে পড়ে ২১৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন সংগীত মালিন্দো। এ ছাড়া মেহেদি হাসান রানা ৪৬, আমিনুল ইসলাম বিপ্লব ৪১ রান করেন। রুবেল ৩৬ রানে নেন ৪ উইকেট। রেজাউর রহমান রাজা ২ উইকেট নেন ৩৩ রানে।
এমপি/এসজি