শেষ ওয়ানডেতে বাদ পড়লেন আফিফ
গত বছর আফগানিস্তানের বিপক্ষে নিশ্চিত হারা ম্যাচে মেহেদি হাসান মিরাজের সঙ্গে জুটি বেঁধে দলকে জিতিয়েছিলেন আফিফ হোসেন অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আছে ৭২ রানের ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষেও অপরাজিত ৮৫ রানের ইনিংস আছে তার। এ সবই গত এক বছরের। কিন্তু সর্বশেষ ৬ ইনিংসে ভালো করতে না পারায় এ সবই ম্লান হয়ে গেছে আফিফের। শেষ ৬ ইনিংসে তিনি ভারতের বিপক্ষে ৬, ০ ও ৮ এবং ইংল্যান্ডের বিপক্ষে ৯, ১৫ ও ২৩ রান করেছিলেন।
যে কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন তিনি। নির্বাচকরা শেষ ওয়ানডের জন্য দল ছোট করে এনে ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছেন। প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য দল ছিল ১৬ জনের। আফিফ হোসেনের সঙ্গে বাদ পড়েছেন শরিফুল ইসলামও। দুইজনই কোনো ম্যাচ খেলেননি। এই দুইজনের পরিবর্তে দলে কাউকে নেওয়া হয়নি। শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ মার্চ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। প্রথম ম্যাচ বাংলাদেশ ১৮৩ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
এমপি/আরএ/