রেকর্ডের ছড়াছড়ি উইলিয়ামসন ও নিকোলসের ডাবল সেঞ্চুরিতে
ওয়েলিংটনে চালকের আসনে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের রানপাহাড়ে তুলেছেন দুই ডাবল সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস।
কিউইরা প্রথম ইনিংস ঘোষণা করেছে ৪ উইকেটে ৫৮০ রানে। জবাবে শ্রীলঙ্কা শনিবারের খেলা শেষ করেছে ২ উইকেটে ২৬ রানের সংগ্রহ নিয়ে।
তৃতীয় দিনে ২১৫ রানে আউট হন উইলিয়ামসন। নিকোলস থামাতে পারেনি লঙ্কান বোলাররা। তিনি অপরাজিত ছিলেন ২০০ রানে। ৪৬৭ বলে তাদের ৩৬৩ রানের জুটিতে হয়েছে রেকর্ডের ছড়াছড়ি। ম্যারাথন জুটিতে যেসব কীর্তি গড়েছেন দুজনে তা দেখে নেওয়া যাক।
উইলিয়ামসন এবং নিকোলস নিউজিল্যান্ডের হয়ে একই টেস্টে ডাবল সেঞ্চুরি করা প্রথম জুটি। একই ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ১৮তম জুটি এখন তারা। নিউজিল্যান্ডে প্রথম শ্রেণির ইনিংসে দুই ব্যাটার ডাবল সেঞ্চুরি করার প্রথম ঘটনাও এটি।
ট্রিপল সেঞ্চুরির প্রতিরোধের সংখ্যায় তারাই সেরা টেস্টে দ্বিতীয়বার ৩০০-এর বেশি রানের জুটি গড়লেন উইলিয়ামসন ও নিকোলস। নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে একাধিক ট্রিপল সেঞ্চুরির প্রতিরোধ গড়ে তোলা প্রথম জুটি তারাই। সেটা এসেছিল ২০২১ সালে। ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ উইকেট জুটিতে দলের খাতায় ৩৬৯ রান যোগ করেছিলেন তারা। তাদের আগে আরও ৭ জুটি টেস্টে দুবার ৩০০-এর বেশি রানের প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
পঞ্চম সর্বোচ্চ জুটি
টেস্টে নিউজিল্যান্ডের হয়ে যেকোনো উইকেটে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি গড়েছেন উইলিয়ামসন-নিকোলস। কিউইদের সেরা পাঁচ পার্টনারশিপের তিনটিই হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ পাঁচ টেস্ট জুটির মধ্যে তিনটি নিউজিল্যান্ডের। যেখানে উইলিয়ামসন ও নিকোলসের ৩৬৩ রানের জুটিটি চতুর্থ সর্বোচ্চ।
৮ হাজারের ক্লাবে প্রথম কিউই উইলিয়ামসন
টেস্ট ক্রিকেটে উইলিয়ামসনের মোট রান এখন ৮ হাজার ১২৪। ক্রিকেটের লংগার ভার্সনে ৮ হাজারের ক্লাবে পৌঁছানো প্রথম কিউই ক্রিকেটার তিনি। এই মুহূর্তে তার ব্যাটিং গড় ৫৪.৮৯। ৮ হাজার টেস্ট রানের ক্লাবে পৌঁছানো ৩৫ ব্যাটারের মধ্যে উইলিয়ামসনের ব্যাটিং গড় পঞ্চম সর্বোচ্চ।
নিউজিল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান উইলিয়ামসন
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে উইলিয়ামসনের ঝুলিতে জমা পড়েছে ৪১টি সেঞ্চুরি, যা নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। ওয়েলিংটনে ২১৫ রানের ইনিংস খেলার সুবাদে ৪০ সেঞ্চুরি হাঁকানো রস টেলরকে ছাড়িয়ে গেছেন সাবেক কিউই অধিনায়ক।
রিকি পন্টিংকে ছুঁলেন উইলিয়ামসন
দেশের মাটিতে টেস্টে পঞ্চম ডাবল সেঞ্চুরি পেলেন উইলিয়ামসন। স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংকে। তিনিও দেশের মাটিতে পাঁচবার ডাবলসের দেখা পেয়েছেন। হোম টেস্টে সর্বোচ্চ ৭ ডাবল সেঞ্চুরির মালিক ডন ব্র্যাডম্যান এবং বিরাট কোহলি ও কুমার সাঙ্গাকারার ৬টি করে।
এমএমএ/