প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে টিম পেইন
শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে খেলছিলেন টিম পেইন। শুক্রবার (১৭ মার্চ) কুইন্সল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম শ্রেণির ম্যাচটি শেষ হয়। এরপরই ক্রিকেটের এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন পেইন।
২০১৮ সালের শুরু থেকে ২০২১ সাল পর্যন্ত ২৩ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন পেইন। সবমিলে খেলেছেন ৩৫ টেস্ট। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার ৪৬তম টেস্ট অধিনায়ক হন তিনি। এরপর পেইন নিজেই নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ২০২১ সালের শেষের দিকে নেতৃত্ব ছাড়েন।
২০১০ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় পেইনের। প্রথম শ্রেণিতে ৩ সেঞ্চুরিতে ২৯.৬৩ গড়ে ৬ হাজার ৪৯০ রান করেছেন এই কিপার-ব্যাটার। টেস্টে তার গড় ৩২.৬৩ এবং হাফ সেঞ্চুরির সংখ্যা ৯। টেস্টে তার নামের পাশে রয়েছে ১৫৭ ডিসমিসাল, যিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৩৫ ওয়ানডে।
২০০৫ সালে অভিষেকের পর থেকে ১৮ বছর তাসমানিয়ার প্রতিনিধিত্ব করেছেন পেইন। খেলেছেন ১৫৩টি প্রথম শ্রেণির ম্যাচ। বিদায়ী দিনে তাকে গার্ড অব অনার দিয়েছে তার সতীর্থরা।
এসজি