বৃষ্টিভেজা দিনে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৫৫ রান
দিনভর ভোগাল বৃষ্টি। ভোগান্তি আরও বাড়ে আলোকস্বল্পতা। শুক্রবার (১৭ মার্চ) ওয়েলিংটনে এমনই প্রতিকূল কন্ডিশনে ব্যাট হাতে মুগ্ধতা ছড়ান ডেভন কনওয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন কিউই ওপেনার।
বেসিন রিজার্ভে কনওয়ের ব্যাটে নিউজিল্যান্ড পেয়েছে ভালো শুরু। প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১৫৫ রান। আগামীকাল কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলসের ব্যাটে দ্বিতীয় দিন শুরু করবে কিউইরা। দুজন অপরাজিত আছেন যথাক্রমে ২৬ ও ১৮ রানে।
এদিন ওয়েলিংটনে প্রথম সেশনে ছিল বৃষ্টির খেলা। আকাশের কান্নায় টেস্টের প্রথম সকালে একটি বলও মাঠে গড়ায়নি। ভেজা মাঠ শুকিয়ে খেলা শুরু করা হয় দ্বিতীয় সেশনে। কোনো উইকেট না হারিয়েই প্রথম ঘণ্টা পার করে দেন দুই ওপেনার- টম লাথাম ও কনওয়ে।
মাত্র ৬৯ বলে ৫০ রানের কোটা পূর্ণ করেন কনওয়ে। খানিকবাদেই ভাঙে কিউইদের ৮৭ রানের উদ্বোধনী জুটি। চা-বিরতির আগে পথ হারান লাথাম। তাকে সাজঘরে ফেরান কাসুন রাজিথা। ব্যক্তিগত ২১ রানে প্রবাথ জয়াসুরিয়াকে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। দিনের তৃতীয় সেশনের শুরুতে কনওয়েকে থামান ধনাঞ্জয়া ডি সিলভা। দুর্দান্ত এক ফিরতি ক্যাচ নেন লঙ্কান স্পিনার। প্যাভিলিয়নে ফেরার আগে ১০৮ বলে ১৩ চারে ৭৮ রান করেন কনওয়ে। তিনি আউট হওয়ার প্রায় এক ঘণ্টা পর আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলার সমাপ্ত ঘোষণা করেন দুই মাঠ আম্পায়ার।
এসজি