আয়ারল্যান্ড ‘ডেঞ্জারাস’ দল
ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ‘বিপজ্জনক’ দল। এতটাই বিপজ্জনক যে ২০১৫ সালের পর যেকোনো দলকে আথিতিয়েতা দিতে এনে একমাত্র ইংল্যান্ড ছাড়া বাকি সব দলকেই হারের নোনা স্বাদ দিয়েছে। এ সময় বাংলাদেশ একে একে জিতেছে ১২টি সিরিজ। হেরেছে দুইবার। দুইবারই ইংল্যান্ডের কাছে। সর্বশেষ ২-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ডের কাছে এই মার্চ মাসেই। এই সিরিজ হারের বদলা আবার বাংলাদেশ নিয়েছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে বাংলাওয়াশ করে। এর মাধ্যমে ওয়ানডে সিরিজের ঘাটতিও পুষিয়ে নিয়ে জানান দিয়েছে ঘরের মাঠে বাংলাদেশও বিপজ্জনক। কিন্তু সেই বাংলাদেশ আবার আয়ারল্যান্ডকে ওয়ানডে ক্রিকেটে বিপজ্জনক বলে মনে করছেন।
আগামীকাল (১৮ মার্চ) থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে আজ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে আয়ারল্যান্ডকে বিপজ্জনক দল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আয়ারল্যান্ড কোনোভাবেই সহজ প্রতিপক্ষ নয়। তারা খুবই ডেঞ্জারাস দল। আমরা তাদের ইংল্যান্ড দলের মতো করেই দেখছি। সমীহ করছি। তাদের হালকা করে দেখার কোনো অবকাশ নেই।’
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশ জিতেছে ৭টিতে। হেরেছি ২টি ম্যাচে। দুই দলের প্রথম সাক্ষাতে বাংলাদেশ আবার হেরেছিল। কিন্তু এই সব পরিসংখ্যান হাথুরুসিংহের কাছে ‘গুরুত্ব’ কমই পেয়ে থাকে। তাই তিনি বলেন, আমরা ইংল্যান্ডের বিপক্ষে যে রকম প্রস্তুতি নিয়েছিলাম, আয়ারল্যান্ডের বিপক্ষেও আমাদের প্রস্তুতি একই রকম। আমরা তাদের যথেষ্ট সম্মান করছি।’
আয়ারল্যান্ডকে ‘ডেঞ্জারাস’ দল হিসেবে সম্বোধন করলেও হাথুরুসিংহে তাই বলে তাদের ভয় পাচ্ছেন না। তিনি বলেন, ‘যেকোনো দলের বিপক্ষে আমাদের লক্ষ্য একটিই থাকে, আমরা কোনো দলকে ভয় পাই না। আমরা আমাদের সেরা খেলাটাই খেলার চেষ্টা করব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে যেকোনো দলকেই হারাতে পারি।’
এমপি/এসএন