অনলাইনে যেভাবে কিনবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের টিকিট
অনেক প্রতীক্ষার পর অবশেষে স্মার্ট হতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অফলাইন থেকে গেছে অনলাইনে। সাকিব-তামিমদের খেলার টিকিট অনলাইনে কেনার ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজের টিকিট কেনা যাবে অনলাইনে।
বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডট কমে (www.tigercricket.com) টিকিট কেনা যাবে। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নাম্বার দিয়ে নাম রেজিস্ট্রেশনের পর কেনা যাবে টিকিট। রেজিস্ট্রেশনের পর একটি নিশ্চিতকরণ কোড দেওয়া হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ২টি টিকিট কিনতে পারবেন। অনলাইনে টিকিট কেনার জন্য বিসিবি সময়সীমাও বেঁধে দিয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার বেলা ১টা পর্যন্ত কেনা যাবে টিকিট। টিকিট কেনার পর প্রাপ্ত কোড ও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নির্ধারিত বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
বিসিবি এক বিবৃতি দিয়ে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে অনলাইনে টিকিট কেনার নিয়মাবলি জানিয়েছে। অনলাইনে টিকিট কেনার পর একটি নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ দেওয়া হবে। সেই কোড এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে নির্ধারিত বুথ থেকে ম্যাচ টিকিট সংগ্রহ করতে হবে। ম্যাচের আগের দিন ও ম্যাচর দিন সিলেট বিভাগীয় স্টেডিয়ামের বুথে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়া সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের বুথ থেকে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট কেনা যাবে।
সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে ১৮, ২০ ও ২৩ মার্চ। এই তিনটি ম্যাচের জন্য বিসিবি টিকিটের মূল্য প্রকাশ করেছে। সর্বনিম্ন ২০০ টাকা দিয়ে গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারিতে খেলা দেখা যাবে। এ ছাড়া ইস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, গ্র্যান্ডস্ট্যান্ড ১৫০০ টাকা রাখা হয়েছে।
এমপি/এসজি