শাইন পুকুরের কাছে রূপগঞ্জ টাইগার্সের হার
নাঈম ইসলামের অপরাজিত ৮৮ রানের সঙ্গে মুমিনুল হকও রানের দেখা পান। করেন ৬৫ রান। কিন্তু তারপরও তাদের দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব বড় সংগ্রহ দাঁড় করাতে পারনি। ৫০ ওভার খেলে ৬ উইকেটে করে মাত্র ২১৬ রান। এই রান করে শাইন পুকুরের বিপক্ষে তাদের জেতা সম্ভব হয়নি। হেরেছে ৪ উইকেটে। শাইন পুকুর সেই রান টপকে যায় ৪৬.২ ওভারে ৬ উইকেটে ২১৭ রান করে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেএসপির ৩নং মাঠে টস হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে নাঈম ইসলাম ও মুমিনুল হক ছাড়া আর কেউ রান করতে পানেনি। ৩৮ রানে দুই ওপেনার ফিরে যাওয়ার পর মুমিনুল ও নাঈম তৃতীয় উইকেট জুটিতে ২৮.২ ওভারে ১১৮ রান যোগ করেন। মুমিনুলের ৬৫ রানের ইনিংস ছিল খুবই ধীরলয়ে। বল খেলেন তিনি ১০২টি। বাউন্ডারি ছিল ৫টি। স্ট্রাইকরেট ৬৩.৭২। সে তুলনায় নাঈম ইসলাম ছিলেন বেশ আক্রমণাত্মক। তিনি ১০৪ বলে ১ ছক্কা ও ৫ চারে ৮৬ রান করে অপরাজিত থাকেন। ফরহাদ রেজা ৪২ রানে নেন ২ উইকটে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শাইন পুকুর সংগীত কোরির ৫৬ ও আমিনুল ইসলামের অপরাজিত ৫০ রানের সুবাদে ৪৬.২ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায়। এই দুজন ছাড়া ফরহাদ রেজা অপরাজিত ৩৬, খালিদ হাসান ৩৪ ও অভিষেক মিত্র ২০ রান করেন। মুকিদুল ইসলাম ৫০ রান দিয়ে নেন ৪ উইকেট।
এমপি/এসজি