গাজীর কাছে হেরে মোহামেডানের মৌসুম শুরু
কত বছর হলো মোহামেডান লিগ শিরোপা পায় না? সমর্থকরা তা ভুলতে বসেছেন প্রায়। ইদানিং শিরোপা জেতার জন্য শক্তিশালী দলই গড়ছে মোহামেডান। কিন্তু তাতে ফায়দা হচ্ছে না খুব একটা। গতবার তারা সুপার লিগই খেলতে পারেনি। এবার মৌসুম শুরু করেছে হার দিয়ে। বৃহস্পতিবার (১৬ মার্চ) তারা গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরেছে ১২৮ রানের বড় ব্যবধানে।
নারায়ণগঞ্জ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে গাজী গ্রুপ ক্রিকেটার্স রাভি তেজা, আকবর আলী ও এসএম মেহরাবের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৪৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
ভারতীয় রাভি তেজা ২ ছক্কা ও ৩ চারে ৭৯ বলে ৬৬ রান করে আবু জায়েদ রাহীর বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন। অধিনায়ক আকবর আলী ১ ছক্কা ও ৬ চারে ৫৪ বলে ৫৯ রান করে আউট হন সৈয়দ খালেদের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে। মারমুখী ইনিংস খেলেন মেহরাব। তিনি ১ ছক্কা ও ৮ চারে ৪৩ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন।
এ ছাড়া ফরহাদ হোসেন ৩৯, হাবিবুর রহমান সোহান ৩৪,মারুফ ২৯ ও মাহমুদুল হাসান ১৩ বলে অপরাজিত ২৭ রান করেন। মোহামেডানের হয়ে খালেদ ৭৫ রানে নেন ৩ উইকেট। আবু জায়েদ রাহী নেন ৬৪ রানে ২ উইকেট।
জবাব দিতে নেমে মোহামেডানের হয়ে একমাত্র ওপেনার রনি তালুকদার ও মাহমুদউল্লাহ ছাড়া আর কেউ রান করতে না পারলে ৩৯.২ ওভারে ২২১ রানে তারা অলআউট হয়ে যায়। রনি তালুকদার ৬১ বলে ১ ছক্কা ও ১২ চারে ৮০ রান করে হুসনা হাবিবের বলে উইকেটের পেছনে আকবর আলীর হাতে ধরা পড়েন। মাহমুদউল্লাহ ৫৭ বলে ১ ছক্কা ও চারে রান করে হুসনা হাবিবের বলেই এলবিডব্লিউর শিকার হন। এনামুল হক ৩১, কাজী অনিক ৩৯ ও হুসনা হাবিব ৫৬ রানে নেন ২টি করে উইকেট। ম্যাচসেরা হন এসএম মেহরাব।
এমপি/এসজি