বিজয়ের সেঞ্চুরিতে বড় জয়ে শুরু আবাহনীর
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ আসরে সেরা ব্যাটার ছিলেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংকের জার্সিতে ১৫ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরিতে করেছিলেন টুর্নামেন্ট সর্বোচ্চ ১ হাজার ১৩৮ রান। ডিপিএলে ক্লাব বদলে গেলেও পরিবর্তন আসেনি তার ব্যাটিংয়ে। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট শুরু করলেন সেঞ্চুরি হাঁকিয়ে। তার দুর্দান্ত ইনিংসে আবাহনী লিমিটেডও ডিপিএল শুরু করেছে বড় জয় দিয়ে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৭২ রানের বিশাল সংগ্রহ পায় আবাহনী। রান তাড়ায় সেঞ্চুরির দেখা পান ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমান। তারপরও ৬ উইকেটে ২৪৮ রানে থামে তাদের ইনিংস এবং আবাহনী পায় ১২৪ রানের জয়।
এদিন বিজয় ও নাঈম শেখের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু পায় আবাহনী। তাদের ১৫৭ রানের জুটি ভাঙেন সাব্বির হোসেন। ব্যক্তিগত ৮৫ রানের সাজঘরে ফেরেন নাঈম। নিজের পরের ওভারেই মাহমুদুল হাসান জয়কে (৪) শিকার বানান সাব্বির। এরপর আফিফ হোসেন ধ্রুবকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন বিজয়।
এনামুল-আফিফের জুটিতে আবাহনীর খাতায় যোগ হয় আরও ১০১ রান। দলীয় ২৬৮ এবং ব্যক্তিগত ১২৩ রানে মোহর শেখের শিকার হন এনামুল। এই ওপেনারের ১১৮ বলের ইনিংসে ছিল ৬টি করে চার-ছক্কার মার। আফিফের ব্যাট থেকে আসে ৬৫ রান। শেষ দিকে ব্যাটিং তাণ্ডবে ২৭ বলে ৪৬ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
বড় লক্ষ্য তাড়ায় লড়েছেন ব্রাদার্সের মিজানুর এবং মাইশুকুর রহমান। তবে তাদের ১০২ ও ৭৩ রানের ইনিংসে কমেছে কেবল দলের পরাজয়ের ব্যবধান। ব্রাদার্সের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৬ রান আসে সঞ্জিত সাহার ব্যাট থেকে।
এসজি