সাকিবের মতো বিশ্বসেরা হতে চান মিরাজ
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতো ক্রিকেটার পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। আবার তার মতো করে কেউ উঠেও আসছেন না। অনেকেই মেহেদি হাসান মিরাজকে সাকিবের মতো না হলেও কিছুটা যোগ্য মনে করা হয়ে থাকে। এদিকে মিরাজ নিজেও চান সাকিবের মতো করে একজন হয়ে উঠতে।
বুধবার (১৫ মার্চ) একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনুষ্ঠানে সাংবাদিকরা মিরাজের কাছ জানতে চান সাকিবের অভাব পূরণ করা সম্ভব হবে কি না? জবাবে তিনি এ কথা বলেন। মিরাজ বলেন, ‘বিশ্বাস না করলে তো এগিয়ে যেতে পারব না। অবশ্যই বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘অলরাউন্ডার দলে যত বেশি থাকে, দলের পজিশন তত ভালো থাকে। দলের কম্বিনেশন অনেক ভালো হয়। আমরা জানি সাকিব ভাই তো বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এখন। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনে বিশ্বমানের খেলোয়াড় দেখি, তখন আমাদের ভেতরও চাহিদাটা থাকে যে আমরা একদিন তার মতোই হব।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিয়ে তিনি বলেন, ‘আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে যেহেতু নিজের ব্যাটিং ভালো হয়েছে, চেষ্টা করব ব্যাটিং-বোলিং দুটাতেই অবদান রাখার।’
এমপি/এসজি