প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের জয়
প্রস্তুতি ম্যাচে ফলাফলের চেয়ে মুখ্য থাকে ব্যক্তিগত পারফরম্যান্স। মূল লড়াই শুরুর আগে নিজ নিজ পারফরম্যান্স একটু ঝালাই করে নেওয়া। এর সঙ্গে যদি আসে জয়, সেটি বাড়তি পাওয়া।
টেস্ট মযার্দা পাওয়ার পর আয়ারল্যান্ড এবারই প্রথম বাংলাদেশে এসেছে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। সিলেটে ১৮ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। তার আগে আইরিশরা আজ (১৫ মার্চ) সিলেট স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে খেলে গা গরম ম্যাচ। যেখানে তারা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ জিতেছে ৭৭ রানে।
বিসিবি একাদশে ওয়ানডে সিরিজে সুযোগ পাওয়া নাসুম আহমেদ ও জাকির হাসান ছিলেন বিসিবি একাদশে। বল হাতে নাসুম ৮ ওভারে ৪৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে জাকির ইনিংসের উদ্বোধন করে রান করেন ২১ বলে ২ চারে ১৮ রান।
টস হেরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৬ উইকেটে ৪০ ওভরে ২৫৫ রান করে। কার্টিস ক্যাম্ফার ৪৯ বলে খেলেন মারমুখী অপরাজিত ৭৫ রানের ইনিংস। ৫৪ রান আসে পল স্টার্লিংয়ের ব্যাট থেকে। এ ছাড়া গ্রেরেথ ডিলানি ৩৬ ও স্টিফেন ডোহেনি ৩০ রান করেন। রেজাউর রহমান রাজা ৫১ রানে ও রিশাদ হোসেন ৫০ রানে নেন ২টি করে উইকেট। ১টি উইকেট নেন সৌম্য সরকার।
বিসিবি একাদশ ব্যাট করতে নেমে ৩২.১ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায়। বৃষ্টি আইনে তাদের সামনে টার্গেট ছিল ২৫৯ রানের। সৌম্য সরকার ৪৮, শামীম হোসেন ৩৫, আকবর আলী ২৬, জাকির হোসেন ১৮, রিশাদ হোসেন ১৭ রান করেন। অ্যান্ডি ম্যাকব্রেইন ১২ রানে নেন ৩ উইকেট। মার্ক অ্যাডায়ার ২ উইকেট নিতে খরচ করেন ৩৬ রান।
এমপি/এসজি