তাইজুলের অলরাউন্ড নৈপুণ্যে প্রাইম ব্যাংকের জয়
তাইজুল ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে প্রাইম ব্যাংক তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মাত্র ৭ রানে হারিয়েছে সিটি ক্লাবকে। বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৬ উইকেটে ২১৬ রান করে। বৃষ্টির কারণে খেলা ৪২ ওভারে নেমে আসে। জবাব দিতে নেমে সিটি ক্লাব ৭ উইকেটে ২০৯ রান করে। তাইজুল ব্যাট হাতে ২৮ বলে ২ ছক্কায় ৩১ রান করে অপরাজিত থাকার পর বল হাতে ৩৭ রানে নেন ২ উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক শতরানের আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে। দলের রান আসে এরপর যারা ব্যাট করতে আসেন তাদের ব্যাটে। মো. আল আমিন জুনিয়র ৪০, অলক কাপালি অপরাজিত ৫৫ ও তাইজুল ইসলাম অপরাজিত ৩১ রান করেন। সপ্তম উইকেট জুটিতে অলক ও তাইজুল ৮.৪ ওভারে ৬৬ রান যোগ করেন। ইরফানের বলে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি মেরে অলক হাফ সেঞ্চুরি করেন ৪৪ বলে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিটি ক্লাবের জয়রাজ শেখ ও তৌফিক খান ১০.৪ ওভারে ৫৪ রান এনে দিলে ভালো সূচনা পায়। জয়রাজ ৩৪ বলে ২৪ রান করে শফিউলের শিকার হন। ৩টি করে চার ও ছয় মেরে তুষার ৩৭ বলে ৪২ রান করে তাইজুলের বলে এলবিডব্লিউর শিকার হন। এরপর আসিফ আহমেদ রাতুলের ৫১ ও অধিনায়ক রবিউল হকের অপরাজিত ২৯ রান করা ছাড়া আর কেউ রান করতে পারেননি। রুবেলের বলে ২ রান নিয়ে রাতুল হাফ সেঞ্চুরি করেন ৫৫ বলে। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রানের। শফিউলের করা সেই ওভারে ১৩ রান আসে। আলিস ইসলাম ২৯, তাইজুল ইসলাম ৩৭ ও সাইফুল ইসলাম ৩৭ রানে নেন ২টি করে উইকেট।
এমপি/এসজি