ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে শান্ত-লিটন
সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাশ খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। তাতে আইসিসি র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে বাংলাদেশের দুই টপ-অর্ডার ব্যাটার।
রুটিন মেনে বুধবার র্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বিশাল ধাপ দিয়েছেন শান্ত। ৬৮ ধাপ উন্নতি ১৬ নাম্বারে অবস্থান করছেন বাঁহাতি এই ব্যাটার। যেখানে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান তার। একই তালিকায় ৯ ধাপ এগিয়ে লিটন আছেন ২২তম স্থানে।
টি-টোয়েন্টিতে ইংলিশদের বাংলাওয়াশের পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল শান্ত। ৩ ম্যাচে ১৪৪ গড়ে ১৪৪ রান করে সিরিজ সেরা হয়েছেন তিনি। লিটন জ্বলে উঠেন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে। ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলে হন ম্যাচসেরা। তারই পুরস্কার পেলেন দুই টাইগার ব্যাটার।
ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখলে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। সেরা তিনে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। এই র্যাঙ্কিংয়ে ইংলিশদের অবনতির ভিড়ে উন্নতি দেখেছেন ডেভিড মালান। টাইগারদের বিপক্ষে এক হাফসেঞ্চুরি হাঁকানোর সুবাদে এক ধাপ এগিয়ে সাতে আছেন বাঁহাতি ইংলিশ ব্যাটার।
এদিকে, বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার বোলারদের। তিন ম্যাচ সিরিজে মোটে ১ উইকেট পেলে ১৬ ধাপ এগিয়ে ২০ নাম্বারে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। অধিনায়ক সাকিব আল হাসানের এগিয়েছেন ৯ ধাপ। ৬ উইকেট শিকার করে ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি, যার দখলে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। বোলারদের তালিকায় উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও।
অস্টেলিয়ার মিচেল স্টার্কের সঙ্গে যৌথভাবে ৪১তম স্থানে আছেন টাইগার পেসার। আরেক পেসার হাসান মাহমুদ উঠে এসেছেন ৪৭ নম্বরে। এই তালিকায় শীষ তিন স্থানে যথাক্রমে শ্রীলঙ্কার ভানিন্দু হাসারঙ্গা, আফগানিস্তানের রশিদ খান এবং অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড।
এমএমএ/