আফগান সিরিজে পাকিস্তানের বোলিং কোচ গুল
বছরের শুরুতে আফগানিস্তানের কোচিং প্যানেল থেকে ছিটকে গেছেন উমর গুল। তবে তাদের বিপক্ষেই কোচ হিসেবে ফিরছেন সাবেক পাকিস্তানি পেসার। চলতি মাসে দুই দলের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বোলিং কোচের ভূমিকা পালন করবেন তিনি। আসন্ন সিরিজে অভিজ্ঞ স্থানীয় কোচ আবদুল রেহমান জাতীয় দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৪ মার্চ) এক টুইট পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজম শেঠি।
অথচ এর আগে সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয় মোহাম্মদ ইউসুফের নাম। এটাকে ভুল উল্লেখ করে বলা হয়েছে, ইউসুফ ব্যাটিং কোচের ভূমিকা পালন করবেন।
সবশেষ ডিসেম্বরে সাকলায়েন মোশতাকের সঙ্গে পিসিবির চুক্তি শেষ হয়। তখন থেকেই প্রধান কোচ নেই পাকিস্তান শিবিরে। মিকি আর্থারকে ফেরানোর চেষ্টা করেছিল বোর্ড, যিনি প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন যখন পিসিবির প্রধান ছিলেন শেঠি।
ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় ফেরা হয়নি আর্থারের। এই মুহূর্তে তিনি পাকিস্তান দলে স্থায়ীভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। তাই স্থায়ী প্রধান কোচ ছাড়াই চলছেন বাবর আজমরা।
পাকিস্তান-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৪ মার্চ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে ২৬ ও ২৭ মার্চ হবে পরের দুই টি-টোয়েন্টি।
এসজি