অবশেষে মোস্তাফিজের সেঞ্চুরি!
ব্যাটসম্যানদেন জীবন নিতে কাটার মাস্টার মোস্তাফিজ যতোটা ওস্তাদ, ততোটা আবার তটস্থ থাকেন নিজে ব্যাটিং করার সময়। বলা যায় তিনি অনেকটা ভয়ও পেয়ে থাকেন। সেই মোস্তাফিজ এবার সেঞ্চুরি করেছেন। তবে তা ব্যাট হাতে নয়, তার কাঙ্ক্ষিত বিচরণ ক্ষেত্রে উইকেট পাওয়ার দিক দিয়ে।
আজ টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলাওয়াশ করার ম্যাচে মোস্তাফিজ ফিরেছিলেন নিজের চেনা রূপে। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিনি নেন ডেভিড মালানের উইকেট। আর এই উইকেটই হয়ে যায় তার টি-টোয়েন্টি ক্রিকেটে শততম উইকেট। সাকিবের পর তিনি দ্বিতীয় বাংলাদেশি বোলার। সাকিবের উইকেট ১৩১টি।
মোস্তাফিজের মাইলফলক ছোঁয়া একমাত্র উইকেটটিই কিন্তু ম্যাচ ঘুরানো ছিল। ইনিংসের প্রথম ওভারে অভিষিক্ত তানভীর ওপেনার ফিল সল্টকে আউট করার পর দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড মালান ও অধিনায়ক জস বাটলার দাঁড়িয়ে গিয়ে বিপজ্জনক হয়ে উঠেছিলেন।
জুটিতে তারা ৯৫ রান যোগ করে ম্যাচ নিজেদের দিকেই নিয়ে গিয়েছিলেন। তখনই মোস্তাফিজ আউট করেন ডেভিড মালানকে। একই সঙ্গে ম্যাচও যেন বের হয়ে যাওয়া শুরু হয় ইংলিশদের। আর মোস্তাফিজের পূর্ণ হয় শততম উইকেট। বিশ্বের ষষ্ট বোলার হিসেবে মোস্তাফিজ এই মাইলফলক স্পর্শ করেন ৮১ ম্যাচে। তার সামনে আছেন টিম সাউদি (১৩৪ উইকেট), সাকিব আল হাসান (১৩১ উইকেট), রশিদ খান (১২৬ উইকেট), সোদি (১১৪ উইকেট), লাসিথ মালিঙ্গা (১০৭ উইকেট)।
এমপি/আরএ/