সিরিজে প্রথমবার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
কী সুন্দর দৃশ্য। বাংলাদেশ আজ জিতলেই টি-টোয়েন্টি ক্রিকেটের মুকুটজয়ী ইংল্যান্ড হবে ধবলধোলাই। এমন দৃশ্য শুধু চোখ বুঝে কল্পনাই করা যায়। অথচ নতুন করে পুরানো দায়িত্ব নিয়েই হাথুরুসিংহের পরশে যেন জেগে উঠেছে সাকিব বাহিনী। যে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে হাবুডুবু খেত, তারাই ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে সিরিজ। এখন সেই সিরিজ জয়কে রূপ দিতে চায় হোয়াইটওয়াশে। ওয়ানডে সিরিজের পর প্রথম দুইটি টি-টোয়েন্টিতেও টস জেতার পর বাংলাদেশ দল আজ শেষ ম্যাচে টস জিততে পারেনি। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের পছন্দে এবার ব্যাটিং করতে নামবে বাংলাদেশ।
সিরিজ নিশ্চিত হয়ে যাওয়াতে বাংলাদেশ হোয়াইটওয়াশ মিশনে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করে একাদশ সাজিয়েছে। পরিবর্তন দুইটি। নাসুম ও আফিফকে বাদ দিয়ে শামীম হোসেন পাটোয়ারীকে ফিরিয়ে আনার পাশাপাশি বাংলাদেশের ৭১তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে বিপিএলে ১৭ উইকেট নিয়ে এবার সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার তানভীর ইসলামের।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, রনি তালুকদার, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজ। ইংল্যান্ডের একাদশে কোনও পরিবর্তন নেই।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার ( অধিনায়ক), ফিল সল্ট, ডেবিড মালান, বেন ডাকেট,মঈন আলী, স্যাম কুরান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, রেহান আহমেদ।
এমপি/এসআইএইচ