কাতারের দোহায় রাজ্জাকের স্পিন ভেলকি
দুই ওভারে দিলেন মাত্র ২ রান। শিকার করলেন ২ উইকেট। কাতারের দোহায় এমনই স্পিন ভেলকি দেখালেন বাংলাদেশের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। সোমবার (১৩ মার্চ) তার দুর্দান্ত বোলিংয়ের রাতে দল এশিয়ান লায়ন্স জিতেছে ৩৫ রান ব্যবধানে।
ওয়েস্ট ইন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ৯৯ রানের সংগ্রহ পায় এশিয়া। জবাবে ৫ উইকেটে ৬৪ রানে থামে ওয়ার্ল্ড জায়ান্টসের ইনিংস। লিজেন্ডস ক্রিকেট লিগ মাস্টার্সে এটা টানা দ্বিতীয় জয় এশিয়ার।
জয়ের দিনে ব্যাটিংয়ে বড় অবদান ছিলেন মিসবাহ উল হকের। ১৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হন সাবেক পাকিস্তানি ক্রিকেটার। উইকেটের অপরপ্রান্তে ৩২ রানে অপরাজিত ছিলেন সাবেক লঙ্কান অলরাউন্ডার তিলকরত্নে দিলশান।
বোলিংয়ে এশিয়ার সফল বোলার ছিলেন রাজ্জাক। বাঁহাতি এই স্পিনার শিকার করেন শেন ওয়াটসন ও রিকোর্ডো পাওয়েলের উইকেট। তার সমান ২ উইকেট পান শহীদ আফ্রিদিও। কিন্তু বিনিময়ে ১১ রান দেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার।
এমএমএ/