দেশ নয়, আইপিএলকে প্রাধান্য দিলেন উইলিয়ামসনরা
এইতো গতদিনই দেশের জন্য সবটা নিয়ে লড়লেন কেন উইলিয়ামসন এবং তার সতীর্থরা। নিউজিল্যান্ড এবং ক্রিকেটপ্রেমীদের উপহার দেন অবিশ্বাস্য এক জয়। লাল বলের ক্রিকেটে জয়ের ওমন দৃষ্টান্ত স্থাপনের কিছু ঘন্টা পরই খবর এলো- এ যাত্রায় দেশকে নয়, আইপিএলকে প্রধান্য দিলেন উইলিয়ামসনরা।
শ্রীলঙ্কার বিপক্ষে এখনো একটি টেস্ট খেলা বাকি নিউজিল্যান্ডের। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ২৫ মার্চ অকল্যান্ডের ইডেন পার্কে হবে প্রথম ওয়ানডে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল ও হ্যামিল্টনের সেডন পার্কে পরের দুই ওয়ানডে গড়াবে যথাক্রমে ২৮ ও ৩১ মার্চ।
অপরদিকে, আইপিএলের পর্দা উঠবে ৩১ মার্চ। সাংঘর্ষিক সূচির সামনে দাঁড়িয়ে ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগকে বেছে নিয়েছেন কিউই ক্রিকেটাররা। এদের মধ্যে রয়েছেন উইলিয়ামসনও। তার পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন টম লাথাম।
আইপিএলের কারণে সাদা ওভারের সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ পেসার ও টেস্ট অধিনায়ক টিম সাউদি এবং ওপেনার ডেভন কনওয়ে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অলরাউন্ডার মিচেল সান্তনারও।
ফিন অ্যালেন, গ্লেন ফিলিপ্স ও লুকি ফার্গুসনকে কেবলমাত্র প্রথম ওয়ানডেতে পাবে স্বাগতিকরা। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তাদের পরিবর্তে দলে রাখা হয়েছে মার্ক চাপম্যান, হেনরি নিকোলস এবং অনভিষক্ত বেন লিস্টারকে। দলে আরেক নতুন মুখ হলেন চাদ বোয়েস।
অভিজ্ঞদের না পেয়ে উইল ইয়ং এবং টম ব্লান্ডেলকে ওয়ানডে দলে ফেরানো হয়েছে। গত বছরের জুলাইয়ে সবশেষ ওয়ানডে ম্যাচে দেখা গেছে ইয়ংকে। অন্যদিকে, নিউজিল্যান্ডের জার্সিতে ব্লান্ডেলকে এই ফরম্যাটে দেখা গেছে তিন বছর আগে।
নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন (প্রথম ওয়ানডে), টম ব্লান্ডেল, চাদ বোয়েস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান (দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে), লুকি ফার্গুসন (প্রথম ওয়ানডে), ম্যাট হেনরি, বেন লিস্টার (দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে), ড্যারিল মিচেল, হেনরি নিকোলস (দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে), গ্লেন ফিলিপ্স (প্রথম ওয়ানডে), হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়ং।
এমএমএ/