কামিন্স ফিরছেন না, নেতৃত্বে বলবৎ স্মিথ
দ্বিতীয় টেস্ট খেলেই দেশে ফেরত যান প্যাট কামিন্স। জন্মদাত্রীর মৃত্যুকালে তার সঙ্গেই ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, যিনি ভারতের সফরে শেষ সিরিজ খেলার জন্য ফিরছেন না। তাই ওয়ানডে ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকছেন স্টিভ স্মিথ।
সম্প্রতি সমাপ্ত হয়েছে বোর্ডার-গাভাস্কার সিরিজ। চার ম্যাচের লড়াই ২-১ ব্যবধানে জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সিরিজ হারলেও এক টেস্ট জিতে রোহিতদের আগেই লন্ডনের দ্য ওভালে ফাইনাল খেলার টিকিট কাটে অজিরা।
দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৭ মার্চ, মুম্বাইয়ের ওয়াংয়েড়ে স্টেডিয়ামে। এরপর বিশাখাপত্তম ও চেন্নাইয়ে পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ১৯ ও ২২ মার্চ।
তিন ওয়ানডেতে কামিন্সের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘প্যাট আর ফিরছেন না। সে এখন তার পরিবারকে সময় দিচ্ছে।’ এ ছাড়া, তার পরিবর্তে কাউকে দলেও ভেড়াবে না সফরকারীরা।
অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, সন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, নাথান এলিশ, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা
এমএমএ/