আফগানিস্তানের কাছে বাংলাদেশের যুবাদের শোচণীয় হার
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবীর ওভালে অনূর্ধ্ব-১৯ তিন জাতি টুর্নামেন্টে বাজে হার শুরু করেছে বাংলাদেশ দল।
আফগানিস্তানের যুবাদের কাছে তারা হেরেছে ১৫৮ রানের বড় ব্যবধানে আফগানিস্তান আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭১ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ মাত্র ২৬.৫ ওভারে ১১৩ রানে অলআউট হয়।
স্কোর কার্ড দেখেই বুঝা যাচ্ছে বাংলাদেশের শোচণীয় হারে রয়েছে ব্যাটসম্যানদের অমার্জনীয় ব্যর্থতা। টস জিতে আফগানদের ব্যাট করতে পাঠিয়ে প্রথমে বাংলাদেশ ফায়দা নিতে পারেনি।
সোহেল খান জুরমাতির অপরাজিত (১০০) সেঞ্চুরির সঙ্গে ওপেনার সোয়াইমাস আরবাজির ৫৫, মোহাম্মদ হারুন খানের ৪৩ রানে আফগানরা ৬ উইকেটে ২৭১ রানের মজবুত সংগ্রহ গড়ে তুলে। মারুফ মৃধা ৫৪ ও ওয়াসি সিদ্দিকী ৫৯ রানে নেন ২টি করে উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের যুবারা শুরুতেই বিপর্যয়ে পড়ে। দলীয় ৫ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যে পতনের শুরু হয়, সেই পতনে কোনও ব্যাটসম্যান ঘুরে দাঁড়াতে পারেননি।
সর্বোচ্চ ২৭ রান আসে জিসান আলমের ব্যাট থেকে। এ ছাড়া সিহাব জেমস ১৭, ওয়াসি সিদ্দিকী ১৬, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ১০ ও শাহরিয়ার সাকিব ১০ রান করে করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অংকের রান করতে পারেননি।
আফগানিস্তানের ইয়ামা আরব ২৯ রানে ৪টি, ফারিদুম দাউডজাই ৩২ রানে ৩টি ও নাসির হাসান ২০ রানে ২টি উইকেট নেন।
এমপি/এমএমএ/