আমরা যদি জিতি, বাংলাদেশই জিতে: মিরাজ
টেস্ট মর্যাদা পাওয়ার ক্ষেত্রে প্রথমবার ১৯৯৯ সালে যে দুইটি দেশ বাংলাদেশকে সমর্থন করেনি, তাদের একটি ছিল ইংল্যান্ড। অপরটি ছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যখন একের পর এক টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয় পাচ্ছে, তখন সেই তালিকায় ছিল না ইংল্যান্ড। সেই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে সবার শেষে জয় পায় ২০১০ সালে। আবার একইভাবে সিরিজও জেতা হয়নি কোনো ফরম্যাটে। এবার টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশ জিতেছে সবার শেষে।
এর আগে দুইয়ের অধিক সিরিজে বাংলাদেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল। সেই সিরিজগুলো আবার ছিল ৫ ম্যাচের। বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল ৩-২ ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এসেছিল ৪-১ ব্যবধানে। এবার জয় এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। এ ছাড়াও শক্তিশালী দলের মাঝে পাকিস্তানের বিপক্ষে ১ ম্যাচের সিরিজ জিতেছিল বাংলাদেশ।
সিরিজ জেতা ম্যাচে বাংলাদেশের সেরা একাদশে ছিল একটি পরিবর্তন। শামীম হোসেন পাটোয়ারীর জায়গায় একাদশে ঢুকেন মেহেদি হাসান মিরাজ। তিনিই করেন বাজিমাত। বল হাতে ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ১৬ বলে ২০ রান করে হন ম্যাচ সেরা। পরে সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে কোনটিকে এগিয়ে রাখবেন? জবাবে মিরাজ বলেন.‘ প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ। বিশেষত আন্তর্জাতিক। অবশ্যই প্রতিটা দেশের সঙ্গে জিতলে অনেক ভালো লাগে। নির্দিষ্ট করে বলতে পারবেন না নিউজিল্যান্ডকে হারালে, অস্ট্রেলিয়াকে হারালে ভালো লাগবে। অবশ্যই প্রতিটা দলকে হারালেই আমাদের ফিলিংস একই রকম থাকে। কারণ দিনশেষে, জিতছে কে? বাংলাদেশ। আমরা সবাই জিতেছি, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আজকে দেখেন সবাই কিন্তু অনেক খুশি। আপনারা যারা আছেন খুশি, আমরা খুশি, ম্যানেজম্যান্ট খুশি, সারা বাংলাদেশের মানুষ; সবাই খুশি। কারণ আমরা যদি জিতি, বাংলাদেশই জিতে। অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলে বাংলাদেশ জিতে, নিউজিল্যান্ডের সঙ্গে জিতলেও বাংলাদেশ জিতে। অবশ্যই বড় দলের সঙ্গে হলে আরও ভালো লাগে। আপনি যেটা বললেন, সব দলের সঙ্গে জিতেছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল যাদের আমরা রিচ করতে পারিনি, সিরিজ জিততে পারিনি; সেটা হলো ইংল্যান্ড।’
তিনি বলেন, ‘আজকেও টি-টোয়েন্টি হয়তো আমরা জিতেছি, খুবই ভালো লেগেছে। এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গে।’
এমপি/এসআইএইচ