বাংলাদেশে এসে সিলেটে আয়ারল্যান্ড দল
টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রবিবার (১২ মার্চ) সকালে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড দল। ঢাকায় পৌঁছানোর পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীন ফ্লাইটে সিলেট চলে গেছে দুপুরেই। সিলেট পৌছানোর পর তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এবারের সফরে তারা ১টি টেস্টের সঙ্গে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
সফর শুরু হবে সিলেট থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে। যে কারণে আয়ারল্যান্ড দল এয়ারপোর্ট থেকেই সরাসরি চলে গেছে সিলেট।
আয়ারল্যান্ড দল এর আগে সর্বশেষ বাংলাদেশে এসেছিল ২০০৮ সালে। তখনও তারা টেস্ট মর্যাদা না পাওয়াতে শুধুমাত্র ৩ ম্যাচের ওয়ানডে ম্যাচ খেলে চলে গিয়েছিল। সিরিজ হেরেছিল ৩-০ ব্যবধানে।
সিরিজে তিন ভেন্যুতে তিন ফরম্যাটের খেলা হবে। ১২, ২০ ও ২৩ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। প্রথম দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে বেলা ২টায়। পরেরটা আড়াইটায়। এর কারণ এই দিন থেকে রোজা শুরু হতে পারে। ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। তারপর ঢাকায় ৪ এপ্রিল শুরু হবে একমাত্র টেস্ট।
এদিকে আয়ারল্যান্ড দল সিলেট চলে গেলেও বাংলাদেশ দল এখনও সিরিজ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। এই সিরিজ শেষ হবে ১৪ মার্চ (মঙ্গলবার)। আজ প্রথম দুইটি ওয়ানডে ম্যাচের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ দল সিলেট যাবে ১৬ মার্চ (বৃহস্পতিবার)।
এমপি/এসআইএইচ