পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এশিয়া কাপের দলই হবে বিশ্বকাপের!
টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জেতার পর খুবই খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তিনি টি-টোয়েন্টি সিরিজ জেতা নিয়ে আশাবাদী ছিলেন না। তিনি আশা করেছিলেন ওয়ানডে সিরিজ জেতার।
রবিবার (১২ মার্চ) খেলা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। একই সঙ্গে তিনি জানান যে আগামীতে এই দলে অনেক পরিবর্তন দেখা যাবে। তা ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও। এটি সামনে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজেই।
তিনি বলেন, ‘বিশ্বকাপ থেকে বর্তমানে দলে বেশ কয়েকটি পরিবর্তন আছে। আমরা আগামীতেও পরিবর্তন আনব। সামনেই আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজেই এই পরিবর্তন দেখা যাবে।’
পরিবর্তন করার কারণ প্রসঙ্গে তিনি জানান অন্যদের পরখ করে নেওয়ার জন্য। তিনি বলেন, ‘আমরা যদি কাউকে যাচাই না করি. তাহলে বুঝব ক কিরে সে ভালো খেলে কি না? হঠাৎ করেতো আর কাউকে নামিয়ে দেওয়া যাবে না।’
এসব পরীক্ষা-নিরীক্ষা করা হবে এ বছরই ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে। নাজমুল হাসান পাপন বিশ্বকাপের কথা না বলেও তিনি বলেন, ‘এশিয়া কাপে যে দল আমরা ঘোষণা করব, সেই দলই মোটামুটি বিশ্বকাপের ধরা নেওয়া যাবে।’
এমপি/এমএমএ/