সাকিব আইপিএলের জন্য এনওসি চাইলে বিবেচনা করবে বিসিবি!
আইপিএল ডাকলে সাকিব আল হাসানের কাছে বাদ বাকি সবকিছুই তুচ্ছ হয়ে যায়। এমনকি জাতীয় দলের খেলাও। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া এবারের আইপিএলে সাকিব খেলবেন তার পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সে। আইপিএল যখন শুরু হবে তখন বাংলাদেশ দল হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে ব্যস্ত থাকবে আয়ারল্যান্ডের বিপক্ষে।
আগামী ৮ এপ্রিল ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ দল ফিরতি সিরিজ খেলতে যাবে ইংল্যান্ডে। এই সিরিজ শেষ হতে হতে মে মাস গড়াবে। তখন আইপিএলের খেলা অর্ধেকেরও বেশি শেষ হয়ে যাবে। কিন্তু সাকিবকে কি আইপিএল খেলার জন্য ছাড়পত্র দেওয়া হবে?
একটি সূত্রে জানা গেছে, সাকিব আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট না খেলে আইপিএলে খেলতে যেতে পারে।
রবিবার (১২ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবকে আয়ারল্যান্ড সিরিজের মাঝে ছাড়পত্র দেওয়া হবে কি না? বিসিবি সভাপতির জবাব ছিল, সাকিবের জন্য বিষয়টি অনেকটাই উন্মুক্ত।
তিনি জানান, সাকিব এখনো জাতীয় দলের জন্য এভেইলেবেল। সে তো এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) চায়নি। আগে তো চাইতে হবে। তারপর দেওয়া না দেওয়ার প্রশ্ন। এখন সে যদি এনওসি না চায় তাহলে জোর করে কি বলব এনওসির জন্য আবেদন কর?
উল্লেখ্য, অতীতে এই আইপিএল খেলা নিয়ে সাকিবের সঙ্গে বিসিবির দূরত্ব সৃষ্টি হয়েছিল। জাতীয় দলের খেলা বাদ দিয়ে তিনি বেশ কয়েকবার আইপিএল খেলতে গিয়েছিলেন। যেখানে ছিল শ্রীলঙ্কা সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। আবার দক্ষিণ আফ্রিকা সফরেও ছিল টেস্ট সিরিজ।
এখন দেখার বিষয় সাকিব আইপিএলের জন্য অনাপত্তি চাইলে বিসিবি সেক্ষেত্রে কী করে।
এমপি/এসজি