ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের চক্র পূর্ণ
তিন ফরম্যাটের ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষেই বাংলাদেশের তিন ফরম্যটে কোনো সিরিজ জয় ছিল না। অবশেষে সেখানেও শূন্যস্থান আর থাকেনি। এসেছে পূর্ণতা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৪ উইকেটে জিতে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ জিতেছে ২-০ ব্যবধনে। প্রথম ম্যাচ জিতেছিল ৬ উইকেটে।
টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে আজকের আগ পর্যন্ত একমাত্র ইংল্যান্ড ছাড়া বাকি সব দেশের বিপক্ষেই এক থেকে একাধিকবার যেকোনো ফরম্যাটে সিরিজ জয় ছিল। এই জয় না পাওয়ার অন্যতম একটি কারণ ছিল কম ম্যাচ খেলা। যে টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ ষোলকলা পূর্ণ করেছে, সেই টি-টোয়েন্টি সিরিজ ছিল প্রথম। ২০০৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেট প্রচলনের পর ২০২৩ সালে এসে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলা ছিল অনেকটা অবাক করার মতোই। এই সিরিজের আগে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে একটিই ম্যাচ খেলেছিল ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। সেই ম্যাচ বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম সিরিজ জয় হলেও সব মিলিয়ে এটি ছিল ১১তম সিরিজ জয়। আগের ১০টির মাঝে ১ ম্যাচের সিরিজ জয় ছিল ৩টি যথাক্রমে জিম্বাবুয়ে, উইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় ছিল প্রথম। সেটি ছিল আবার বাংলাদেশেরও প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
২ ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছিল ২০২০ সালে। এ ছাড়া ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ২ ম্যাচের সিরিজ জিতেছিল একইভাবে।
৩ ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছে আয়ারল্যান্ড, উইন্ডিজ, জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৮ সালে আয়ারল্যান্ডকে করেছিল হোয়াইটওয়াশ। ২০১৮ সালে উইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। ২০২১ সালে একই ব্যবধানে জয় এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষেও।
বাংলাদেশ ৫ ম্যাচের সিরিজ খেলেছে ২টি। একটি অস্ট্রেলিয়া, অপরটি নিউ জিল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউ জিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল।
এমপি/এসজি