ক্রাইস্টচার্চে শেষ রোমাঞ্চের অপেক্ষা
জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ২৫৭ রান, শ্রীলঙ্কার লাগবে ৯ উইকেট। চ্যালেঞ্জিং সমীকরণ সামনে রেখে চতুর্থ দিনের খেলা শেষ করেছে দুই দল। তাতে আগামীকাল ক্রাইস্টচার্চ টেস্টের পঞ্চম দিনে শেষ রোমাঞ্চের অপেক্ষা।
রবিবার (১২ মার্চ) হ্যাগলি ওভালে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বীরত্বে ব্যাটিং বিপর্যয় সামলে নেয় লঙ্কানরা। স্বাগতিকদের জয়ের জন্য ছুঁড়ে দেয় ২৮৫ রানের টার্গেট। রান তাড়ায় ১ উইকেট হারিয়ে ২৮ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড।
৩ উইকেটে ৮৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে ম্যাথিউস ও প্রবাথ জয়াসুরিয়া অপরাজিত ছিলেন যথাক্রমে ২০ ও ২ রানে। চতুর্থ দিনের শুরুতেই প্রবাথকে (৬) হারায় সফরকারীরা।
জোড়া জুটিতে দলের হাল ধরেন ম্যাথিউস। প্রথমে দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে ১০৫ রানের প্রতিরোধ গড়ে তুলেন। ব্যক্তিগত ৪২ রানে সাজঘরে ফেরেন চান্দিমাল। এরপর ম্যাথিউস ও ধনাঞ্জয়া ডি সিলভার জুটিতে শ্রীলঙ্কার খাতায় যোগ হয় আরও ৬৬ রান।
টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি হাঁকিয়ে আউট হন ম্যাথিউস। লঙ্কান অলরাউন্ডারের ১১৫ রানের ইনিংসে ছিল ১১টি চারের মার। উইকেটের একপ্রান্তে ৪৭ রানে অপরাজিত ছিলেন ডি সিলভা। অপরপ্রান্তে ব্যাটিং ধসে ৩০২ রানে থামে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস।
দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড হারিয়েছে ডেভন কনওয়ে। দুর্দান্ত এক ফিরতি ক্যাচে এই ওপেনারকে সাজঘরে পাঠান কাসুন রাজিথা। ৫ রান করে আউট হন কনওয়ে।
আগামীকাল টম লাথাম ও কেন উইলিয়ামসনের ব্যাটে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে নিউজিল্যান্ড। দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ১১ ও ৭ রানে।
এমএমএ/