সিরিজ জেতার প্রত্যয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের রাজা ইংল্যান্ড। অন্যদিকে এই ফরম্যাটে ভূপাতিত বাংলাদেশ। হারকে মেনে নিয়েই নামে খেলতে। সেই দল কি না নতুন কিছু অস্ত্র নিয়ে প্রথম ম্যাচে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। জয়ের পথে ইংল্যান্ডকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ।
বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এমন একটি জয়ে টাইগারদের এখন সিরিজ জয়ের স্বপ্নে বিভোর করে তুলেছে। সেই স্বপ্ন খুব দূরে নয়। হাতের নাগালেই। ছোঁয়া যাবে হাত বাড়ালেই। ধরতে হলে হারাতে হবে ইংল্যান্ডকে। হারানোর সেই দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ দল টস জিতে বোলিং বেছে নিয়েছেন অধিনায়ক সাকিব। ওয়ানডে সিরিজের পর এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেও টস জিতল বাংলাদেশ।
আজকের ম্যাচে দুই দলেই একটি করে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ দলে শামীম পাোটয়ারির পরিবর্তে আবার মেহেদি হাসার মিরাজকে একাদশে ফিরিয়ে আনা হয়েছে। গত ম্যাচে শামীম পাটোয়ারি ফিরেছিলেন একাদশে। কিন্তু ব্যাটিং-বোলিং কোনো কিছুই তিনি করতে পারেননি। বলা যায়, না খেলেই বাদ পড়লেন।
ইংল্যান্ড দলে বাংলাদেশের বিপক্ষে ওয়নডে অভিষেকের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও অভিষেক হতে যাচ্ছে। তাক জায়গা দিতে বাদ পড়েছেন মার্ক উড।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, রনি তালুকদার, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহম, হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজ।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার ( অধিনায়ক), ফিল সল্ট, ডেবিড মালান, বেন ডাকেট,মঈন আলী, স্যাম কুরান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, রেহান আহমেদ।
এমপি/এমএমএ/