রবিবার সকালে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড
একের পর এক খেলাতে ঠাসা বাংলাদেশ ক্রিকেট দলের। ঘরের মাছে চলছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যখন দুই দল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য টস করার আগেই সকাল ৮টায় বাংলাদেশে এসে পৌঁছাবে। টেস্ট মর্যাদা পাওয়ার পর এটিই হবে আয়ারল্যান্ডের প্রথম সফর। তাদের প্রথম সফরই পূর্ণাঙ্গ সিরিজ। ১টি টেস্টের সঙ্গে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।
সফর শুরু হবে সিলেট থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে। যে কারণে আয়ারল্যান্ড দল এয়ারপোর্ট থেকেই সরাসরি চলে যাবে সিলেট অভ্যন্তরীন বিমানে সকাল ১০টা ৪৫ মিনিটে। তাদের এবারের সফর প্রায় এক মাসের ২৭ দিনের। ৯ এপ্রিল তারা ফিরে যাবে দেশে।
আয়ারল্যান্ড দল এর আগে সর্বশেষ বাংলাদেশ এসেছিল ২০০৮ সালে। তখনও তারা টেস্ট মর্যাদা না পাওয়াতে শুধুমাত্র ৩ ম্যাচের ওয়ানডে ম্যাচ খেলে চলে গিয়েছিল। সিরিজ হেরেছিল ৩-০ ব্যবধানে।
আয়ারল্যান্ড দলের এবারের সূচি তৈরি করতে গিয়ে বিসিবি কিছুটা ভিন্নতা এনেছে। আগে বিদেশি দলের সফর মানেই ছিল মিলে-মিশে ঢাকা আর চট্টগ্রাম। এবার সেখানে যুক্ত হয়েছে সিলেটও। তিন ভেন্যুতে তিন ফরম্যাটের খেলা হবে। ১২, ২০ ও ২৩ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। প্রথম দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে বেলা ২টায়। পরেরটা আড়াইটায়। এর কারণ এ দিন থেকে রোজা শুরু হতে পারে।
ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। তারপর ঢাকায় ৪ এপ্রিল শুরু হবে একমাত্র টেস্ট।
এমপি/এএস