ঘরোয়ার সফল অধিনায়ক ইমরুলের কাঁধেই মোহামেডানের দায়িত্ব
ফাইল ছবি
মোহামেডান মানেই যেন শিরোপা। তা হোক ফুটবল, ক্রিকেট কিংবা হকি। এক মৌসুম শিরোপা জিততে না পারলে, পরের মৌসুমে এসে তা ধরা দিত। কিন্তু মোহামেডানের এই সবই এখন সোনালী অতীত। শিরোপা হয়ে উঠেছে দূর আকাশের চাঁদ। ধরা আর দিতে চায় না। এমনিভাবে একেকটি করে বছর যায়। আসে নতুন বছর। কিন্তু শিরোপা কল্পলোক থেকে আর দিবালোকে নামিয়ে আনতে পারেনি। তাই বলে আশা ছাড়েনি মোহামেডান কর্তৃপক্ষ।
নতুন করে বুনন করেছে আবারও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা জেতার স্বপ্ন। সেই স্বপ্নকে এবার দিবালোকে নামিয়ে আনার জন্য মোহামেডান যথারীতি শক্তিশালী দল গড়েছে। আর নতুন বছরের নতুন মৌসুমের জন্য দলের কান্ডারি বানিয়েছে ইমরুল কায়েসকে।
জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া ইমরুল কায়েস ঘরোয়া ক্রিকেটে সফল এক অধিনায়ক। সর্বশেষ প্রিমিয়ার ক্রিকেট লিগে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিপিএলে এবার নিয়ে টানা দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কও ছিলেন ইমরুল।
ইমরুলকে মোহামেডান দলে ভিড়িয়েছে বলা যায় গত মৌসুম শেষ হওয়ার পরপরই। সেই মৌসুমে মোহামেডান সাকিব-মুশফিক-মিরাজকে দলে নিয়েও সুপার লিগই খেলতে পারেনি। এই না খেলতে পারার অন্যতম কারণ ছিল এই তিন ক্রিকেটারকেই লিগে না পাওয়া। এবার মুশফিক ছাড়া আছেন বাকিরা।
মোহামেডানে মতো দলের নেতৃত্ব পেয়ে ইমরুল কায়েস বলেন, মোহামেডানের মতো ক্লাবের ক্যাপ্টেনসি করা অনেক বড় সম্মানের। আমি চেষ্টা করব এই সম্মানটা ধরে রাখার। গত বছর আমি যে দলে খেলেছিলাম আমাদের কমিটমেন্ট ছিল যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। এ বছর আমি আশা করব যে মোহামেডান ক্লাব যেন ডিফারেন্ট একটা রেজাল্ট করে। চ্যাম্পিয়ন হতে পারি।
উল্লেখ্য, আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে ডিপিএল।
এমপি/এসজি