দক্ষিণ আফ্রিকার ২৮৪ রানের জয়, ধবলধোলাই ক্যারিবীয়রা
বড় লক্ষ্য তাড়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। গুটিয়ে যায় মোটে ১০৬ রানে। তাতে শনিবার (১১ মার্চ) দক্ষিণ আফ্রিকা পেয়েছে ২৮৪ রানের বড় জয় এবং ক্যারিবীয়দের সঙ্গী হয় ধবলধোলাইয়ের লজ্জা। সেঞ্চুরিয়নে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ৮৭ রানে জিতেছিল স্বাগতিকরা।
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতলেও তাতে কোনো কৃতিত্ব ছিল না টেম্বা বাভুমার। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট খেলতে নেমে দুই ইনিংসেই ডাক মারেন তিনি। উঠেছিল সমালোচনার ঝড়। ব্যাট হাতেই তার জবাব দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। জোহানেসবার্গে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে জিতিয়েছে হয়েছেন ম্যাচসেরা।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা পায় ৩২০ রানের সংগ্রহ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ২৫১ রানে। এরপর বাভুমার ক্যারিয়ার সেরা ১৭২ রানে দ্বিতীয় ইনিংসেও ৩০০ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ। তাতে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৩৯১ রানের টার্গেট পায় ক্যারিবীয়রা।
বড় লক্ষ্য তাড়ায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন জসুয়া সিলভা। তিনি বাদে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন আর মাত্র তিন ব্যাটার- ক্রেইগ ব্রাথওয়েট (১৮), জেসন হোল্ডার (১৯) এবং আলজারি জোসেফ (১৮)।
চতুর্থ ইনিংসে ৩টি করে উইকেট শিকার করেন সিমন হার্মার ও গেরাল্ড কোয়েটজে। অপর চার উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেন কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ।
এসজি