শুভমানের সেঞ্চুরি, ১৭ হাজারের ক্লাবে রোহিত
দেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি পেলেন শুভমান গিল। আর আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানের ক্লাবে পৌঁছালেন রোহিত শর্মা।
শনিবার (১১ মার্চ) দুজনের স্মরনীয় দিনে ভারত-অস্ট্রেলিয়ার লড়াইটা ছিল ম্যাড়ম্যাড়ে। বোলিংয়ে ঘাম ঝরিয়েছেন মিচেল স্টার্ক-নাথান লায়নরা। কচ্ছপ গতিতে ঘুরেছে ভারতের রানচাকা।
বিনা উইকেটে ৩৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৮৯। সবমিলে ৯৯ ওভারে ভারতের রানরেট ২.৯১। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৪৮০ রানে।
এদিন প্রথম সেশনে স্বাগতিকদের এক উইকেটের পতন ঘটাতে পারে অজি বোলাররা। রোহিত ও শুভমানের ৭৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ম্যাথু কুনহেম্যান। ততক্ষণে ১৭ হাজারের ক্লাবে পৌঁছে যান ভারতীয় ভারতীয় অধিনায়ক। স্টার্ককে চার হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন রোহিত।
একই ওভারে বল উড়িয়ে সীমানা পার করে টেস্টে ভারতের হয়ে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৬৯ ছক্কার মালিক বনে যান রোহিত। রেকর্ড গড়ার দিনে স্বাগতিক অধিনায়ক থামেন ৩৫ রানে। কুনহেম্যানের বলে মার্নাস লাবুশানেকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি।
এরপর চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন শুভমান। দুজনের জুটিতে দলের খাতায় যোগ হয় আরও ১১৩ রান এবং দুজনেই পড়েন এলবির ফাঁদে। ব্যক্তিগত ৪২ রানে টড মার্ফির বলে আউট হন পূজারা। সেঞ্চুরিয়ান শুভমানকে ড্রেসিংরুমের পথ দেখান আরেক স্পিনার লায়ন।
ভারতীয় ওপেনার আউট হন ১২৮ রানে। তার ২৩৫ বলের ইনিংসে ছিল ১২ চার ও ১ ছক্কার মার। টেস্টে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি এবং দেশের মাটিতে প্রথম। ক্রিকেটের লংর্গার ভার্সনে শুভমান প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন গত বছরের ডিসেম্বরে, বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে।
আগামীকাল বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার ব্যাটে চতুর্থ দিনের খেলা শুরু করবে ভারত। দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ৫৯ ও ১৬ রানে।
এমএমএ/