জমে উঠেছে ক্রাইস্টচার্চ টেস্ট
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে নিউজিল্যান্ডের মাটিতে লড়ছে শ্রীলঙ্কা। ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম দুই দিন ছিল সফরকারীদের দাপট। তবে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। তাতে জমে উঠেছে ক্রাইস্টাচার্চ টেস্ট।
শনিবার (১১ মার্চ) হ্যাগলি ওভালে প্রথম ইনিংস শেষে ১৮ রানের লিড পায় নিউজিল্যান্ড। যদিও তৃতীয় দিনের খেলা শেষে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। তবে ৬৫ রানের লিড পেতেই ৩ উইকেট খুইয়েছে তারা।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৫৫ রানে থামে লঙ্কানরা। জবাবে ১৬২ রানে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল কিইউরা। দলের বিপদে হাল ধরেন মিচেল। তৃতীয় দিনে তার পঞ্চম টেস্ট সেঞ্চুরিতে স্বাগতিকরা পায় ৩৭৩ রানের সংগ্রহ। মিচেলের ব্যাট থেকে আসে ১০২ রান।
দারুণ অবদান ছিল ম্যাট হেনরির। লাল বলের ক্রিকেটে চার-ছক্কার নেশায় মেতেছিলেন নিচের সারির এই ব্যাটার। ৭৫ বলে ১০ চার ও ৩ ছক্কায় করেন ৭২ রান। তাতেই প্রথম ইনিংস শেষে লিড পায় নিউজিল্যান্ড।
দিনের তৃতীয় সেশনে লঙ্কান ব্যাটারদের অস্বস্তিতে ফেলেন ব্লেয়ার টিকটার। একে একে ওসাদা ফার্নান্দো (২৮), দিমুথ করুনারত্নে (১৭) এবং কুশাল মেন্ডিসকে (১৪) মাঠ ছাড়া করেন কিউই পেসার। আগামীকাল (১২ মার্চ) অ্যাঞ্জেলো ম্যাথিউস (২০) এবং প্রবাথ জয়াসুরিয়ার (২) ব্যাটে চতুর্থ দিনের খেলা শুরু করবে সফরকারীরা।
এসজি