ক্যারিয়ারে ৫০০ উইকেটের মালিক হতে চান হাসান মাহমুদ
ব্যাটারদের আরাধ্য সেঞ্চুরি। বোলারের আরাধ্য ইনিংসে ৫ উইকেট। ক্রমান্বয়ে উইকেটের সেঞ্চুরি পূর্ণ। একজন বোলার ৫ উইকেট ক্যারিয়ারের শুরুতেই, এমনকি অভিষেক ম্যাচেও পেয়ে যেতে পারেন, তেমনি একজন ব্যাটারও সেঞ্চুরি পেয়ে যেতে পারেন। কিন্তু উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে হলে একজন বোলারদের অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়।
একসময় তা ডাল-পালা বিস্তার করে ১০০,২০০, ৩০০ হয়ে ৫০০ও অতিক্রম করে। কিন্তু সেখানে ভাগ্যবান বোলারের সংখ্যা থাকে হাতে গোনা। বিশ্ব ক্রিকেটে এই সংখ্যা তাই খুবই কম। বাংলাদেশে এখন পর্যন্ত সেখানে যেতে পারেননি। অদূর ভবিষ্যতেও সম্ভাবনা কম। এ মুহূর্তে ওয়াননডে ক্রিকেটে ৩০০ উইকেট নিয়ে সাকিবই আছেন সবচেয়ে বেশি এগিয়ে। সাকিব পারবেন কি না তা সময়ই বলে দেবে। কিন্তু বাংলাদেশের পেস ব্যাটারির নতুন সংযোজন হাসান মাহমুদ স্বপ্ন দেখেন ক্যারিয়ার শেষে ৫০০ উইকেট দেখে!
আন্তর্জাতিক ক্রিকেটে বলা যায় মাত্রই পথচলা শুরু করেছেন হাসান মাহমুদ। ওয়ানডে ও টি-টেয়েন্টি খেললেও এখন পর্যন্ত টেস্ট খেলেননি। দুই ফরম্যাটে যাত্রা শুরু করার পর দলে এখনো নিজের আসন পাকাপোক্ত করে নিতে পারেননি। আছেন আসা-যাওয়ার মাঝে।
এই আসা-যাওয়ার মিছিলেই তিনি হঠাৎ করে লাইমলাইটে চলে আসেন চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করে। তার বোলিংয়ের কারণেই যেখানে ইংল্যান্ডের রান ২০০ হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে তারা ১৫৬ রান পর্যন্ত যেতে পেরেছিল। ডেথ ওভারে হাসান মাহমুদ ২ ওভার বোলিং করে ১ ও ৪ রান দিয়ে ইংল্যান্ডের রানের চাকা আটকে দিয়েছিলেন। ম্যাচে তার এই বোলিংকে আলাদাভাবে মূল্যায়ন করেছেন অনেকেই।
ইংল্যান্ডের বিপক্ষে ঢাকায় আগামীকাল (১২ মার্চ) দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে সেই হাসান মাহমুদ এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে তার নামের পাশে কত উইকেট দেখতে চান ক্যারিয়ারে শেষে- এরকম প্রশ্ন ছুটে গিয়েছিল। তরুণ হাসান কোনো সময় না নিয়েই জানিয়ে দিয়েছেন, অবশ্যই ৫০০।
হাসান মাহমুদের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ২০২০ সালের ১১ মার্চ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু হয় পরের বছর ২০ জানুয়ারি মিরপুরেই উইন্ডিজের বিপক্ষে। এখন পর্যন্ত ৬টি ওয়ানডে খেলে ৮টি ও ১১টি টি-টোয়েন্টি খেলে ১৫ উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ৪ ওভারে ৪৭ রান দিয়ে উইকেট। এরপর ইংল্যান্ডের বিপক্ষে করেন নজরকাড়া বোলিং।
এমপি/এসজি