মারা গেছেন প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাতে মৃতুবরণ করেন তিনি। শুক্রবার (১০ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে।
এক টুইট বার্তায় সিএ জানায়, ‘মারিয়া কামিন্সের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে আমরা প্যাট, তার পরিবার ও তাদের বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। অস্ট্রেলিয়ান পুরুষ দল আজ কালো আমর্ডব্যান্ড পড়বে।’
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ ব্লাক ব্যাজ পড়ে ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে ভারত সফরে এসেছিলেন কামিন্স। কিন্তু গুরুতর অসুস্থ মায়ের সঙ্গে থাকতে দুই টেস্ট খেলেই দেশে ফিরে যান অজিদের টেস্ট অধিনায়ক।
ছোটপর্দার প্রখ্যাত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও অভিনয়ের জগতে অনড় রয়েছেন। তার অভিনয় নিয়ে ভালোবাসা এবং একাগ্রতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবনও বেশ আলোচনা সৃষ্টি করেছে।
এক সময় দীর্ঘ বিরতি নিয়েছিলেন প্রভা, সেই সময়টায় তিনি দেশ-বিদেশে ভ্রমণ করেছেন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। যদিও তার ব্যক্তিগত জীবন বেশ কিছুবার মিডিয়ার শিরোনামে উঠে এসেছে, বিশেষ করে তার সহকর্মী মনোজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা স্পষ্ট করে বলেন, "মনোজের সঙ্গে কখনও প্রেম ছিল না। মিডিয়াতে এ নিয়ে নানা ধরনের গুজব রটানো হয়েছিল, যা আমার এবং মনোজের স্বাভাবিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করেছে।"
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত
এছাড়া, প্রভা তার জীবনের প্রথম প্রেম নিয়ে বেশ কটু মন্তব্য করেছেন। তিনি বলেন, "প্রথম প্রেমিককে আমি কখনও প্রাক্তন মনে করি না, আমি তাকে শত্রু মনে করি। কারণ, প্রাক্তন কখনোই এতটা হিংস্র হতে পারে না। আমার জন্য, যে সম্পর্ক আমাকে অস্বস্তিতে ফেলে, সে আর কখনও আমার প্রাক্তন হতে পারে না।" তবে তিনি এই সম্পর্কের বিপরীতে বলেন, "আমি যাদের সঙ্গে সম্পর্ক করেছি, তাদের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত রয়েছে, এবং সে কারণে আমি আমার 'প্রাক্তন'দের সঙ্গে এই ব্যক্তিকে তুলনা করতে চাই না।"
এছাড়া, প্রভা আরও জানান, "প্রাক্তন শব্দটি আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ সে মানুষের সঙ্গে সম্পর্কের অবসান হওয়ার পরও, সেখানে কিছু সুন্দর মুহূর্ত ছিল। সে ছিল সেই মানুষ, যে আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়ে ছিল, আমার পাশে ছিল।"
বর্তমানে প্রভা মেকআপ আর্টিস্ট হিসেবেও সফল হয়েছেন। যুক্তরাষ্ট্রে 'দ্য মেকআপ একাডেমি' থেকে প্রশিক্ষণ নেওয়ার পর, তিনি সেখানে কাজ শুরু করেছেন এবং নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে মহাখালী র্যাম্প ব্যবহার করে উত্তরা ও এয়ারপোর্টগামী যানবাহন চলাচল করতে পারবে।
ডিএমপি সদর দপ্তর থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকার দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে প্রায় সব যানবাহন তেজগাঁও-লাভ রোড ক্রসিং হয়ে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। এতে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানজট তৈরি হচ্ছে।”
এ অবস্থায় যানজট কমাতে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব ধরনের যানবাহনকে মহাখালী র্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যদি তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানবাহনের চাপ বেশি থাকে, তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীত দিকের র্যাম্প ব্যবহার করে উত্তরা ও এয়ারপোর্ট অভিমুখে চলাচল করতে হবে।”
ডিএমপি সকল চালক ও যাত্রীদের নতুন নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং যানজট কমাতে সকলের সহযোগিতা কামনা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশাসনের কোনো দ্বিধা নেই। তিনি বলেন, "আমরা নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই। কারণ, এটি 'জুলাই স্পিরিট'-এর প্রতি আমাদের কমিটমেন্ট।"
২৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ঢাবি ভিসি জানান, ডাকসু নির্বাচনের জন্য তিনটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে এবং প্রশাসন তাদের কাজে কোনো হস্তক্ষেপ করছে না। তিনি বলেন, "নির্বাচন কবে হবে, তা নির্ধারণ করবে এসব কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে কোনোভাবে নাক গলাচ্ছে না। কমিটির সুপারিশের ভিত্তিতেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"
তিনি আরও বলেন, "আমাদের ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ব্যবস্থা সচল রাখতে ডাকসু নির্বাচন প্রয়োজন।"
উপাচার্য জোর দিয়ে বলেন, "আমরা ডাকসু নির্বাচন করব কারণ এটি আমাদের গণঅভ্যুত্থানের মূল স্পিরিটকে সম্মান জানানো। তবে কোনো রাজনৈতিক দলের চাপের কারণে নয়।"
তিনি আরও বলেন, "আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না। তবে আমি ভয় পাই।"
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল, যা দীর্ঘ ২৮ বছর পর আয়োজিত হয়েছিল। এরপর থেকে পুনরায় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা চলছে।