সতীর্থদের প্রশংসায় ম্যাচসেরা শান্ত
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের নায়ক নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ম্যাচসেরাও হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। পুরস্কার বিতরণী মঞ্চে সেই স্বীকৃতি গ্রহণের সময় সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ হলেন শান্ত।
সাগরিকায় রান তাড়ায় লিটন দাস ও রনি তালুকদারের উদ্বোধনী জুটিতে ৩৩ রান পায় বাংলাদেশ। পরপর দুই ওভারে দুজনে সাঝঘরে ফিরলেও পেছনে তাকাননি শান্ত। তাকে যোগ্য সঙ্গ দেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। এই যুগলের ৩৯ বলের প্রতিরোধে দলের খাতায় যোগ হয় ৬৫ রান।
মূলত প্রথম দুই জুটিতেই প্রশস্ত হয় বাংলাদেশের জয়ের পথ। শক্ত ভীতে দাঁড়িয়ে খেলা শেষ করেন অধিনায়ক সাকিব আল হাসান ও আফিফ হোসেন। তার আগে, বোলিংয়ে তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা ইংল্যান্ডকে বেধে রাখে ১৫৬ রানে। ম্যাচের পুরো আবহটাই অল্প শব্দে ব্যক্ত করেন ৫১ রান করা শান্ত।
বাঁহাতি টাইগার ব্যাটার বলেছেন, ‘তৌহিদ সত্যিই ভালো ব্যাটিং করেছে। আমি শুধু বল দেখেছি এবং ক্রিকেটিং শট খেলেছি। আমি ওই দুই উইকেট নিয়ে ভাবিনি। আমি আমার স্বাভাবিক ব্যাটিংটাই করেছি।’
শান্ত যোগ করেন, ‘সব বোলার যেভাবে বোলিং করেছে তা অসাধারণ ছিল, বিশেষ করে হাসান ও তাসকিন। রনি ও লিটনের শুরুটাও ভালো ছিল, যা অন্য ব্যাটারদের সাহায্য করেছে।’
এসজি