২০২৪ বিশ্বকাপের আগে খুব ভালো শুরু: সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসর বসবে ২০২৪ সালে। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে মাঠে গড়াবে আইসিসি ইভেন্টটি। ওই সংস্করণকে সামনে রেখে নতুন পথচলা শুরু হলো বাংলাদেশ ও ইংল্যান্ডের। নবযাত্রায় টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দেওয়ার পর টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বললেন, ‘২০২৪ বিশ্বকাপের আগে খুব ভালো শুরু।’
বৃহস্পতিবার (৯ মার্চ) সাগরিকায় ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে এটাই ছিল দুই দলের প্রথম ম্যাচ, যা জিতে সুদূরপ্রসারী পরিকল্পনার কথা বললেন সাকিব।
টি-টোয়েন্টি অধিনায়কের ভাষ্য ছিল এমন, ‘খুব ভালো একটি শুরু। ২০২৪ সালে আমরা ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলব। আমরা এখান থেকে নিজেদের গড়ে তুলতে পারি। আমাদের আরও ভালো করতে হবে যাতে বিশ্বকাপ এলে দল হিসেবে ভালো অবস্থানে থাকতে পারি।’
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিন বিভাগেই ভালো করেছে বাংলাদেশ। কালো দাগ পড়েছিল কেবল সাকিবের ক্যাচ মিসে। কিন্তু টাইগারদের ঐতিহাসিক জয়ে মুছে গেছে সেই দাগ। যদিও বিষয়টি উঠে আসে সাকিবের বক্তব্যে।
পুরস্কার বিতরণী মঞ্চে বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, ‘ম্যাচে আমরা যেভাবে খেলেছি তা দুর্দান্ত ছিল। যখন আমরা বোলিংয়ে ছিলাম, কেউ আতঙ্কিত হয়নি। সবাই জানত তাদের কী করা দরকার। বোলাররা তাদের পরিকল্পনা মতো খেলেছে। আমার ক্যাচ ছাড়া বাদে সবাই খুব ভালো ফিল্ডিং করেছে। এটাই আমরা করতে চাই।’
ক্রিকেটের ছোট সংস্করণে জয়ের ধারা অব্যাহত রাখতে কী প্রয়োজন সেটাও জানা সাকিবের। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে যখন আপনি খুব বেশি চিন্তা করেন না, আপনি ভালো পারফর্ম করেন। আমরা ড্রেসিংরুমে এমন পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। আশা করি আমরা এটা চালিয়ে যেতে পারব।’
এসজি