হেরেও ধন্য ইংল্যান্ড অধিনায়ক বাটলার!
টাইগারদের থাবায় ধরাশায়ী ইংল্যান্ড। বৃহস্পতিবার (৯ মার্চ) বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। পরাজয়ের পরও উচ্চকণ্ঠ জস বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বললেন, হেরেও ধন্য তারা!
সাধারণত যেকোনো সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড সাজায় দলগুলো। কিন্তু ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দলে মাত্র ১৩ জন খেলোয়াড়। আন্তর্জাতিক সূচির ব্যস্ততা ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের ক্রিকেটারদের প্রতিশ্রুতির কারণে কমে এসেছে তাদের স্কোয়াডের পরিধি।
এখন সিরিজের শুরুতেই হারের কারণে সামনে এসেছে ইংল্যান্ডের স্কোয়াডে কম খেলোয়াড় থাকার বিষয়টি। তবে এটাকে অজুহাত হিসেবে তুলে ধরেননি বাটলার। বরং পুরস্কার বিতরণী মঞ্চে ইংলিশ দলপতি বলেছেন, ‘আমরা অনেক অলরাউন্ডার পেয়েছি, এই অবস্থানে থাকতে পেরে ধন্য।’
হারের ব্যাখ্যায় বাটলারের ভাষ্য ছিল এমন, ‘ইনিংসটা ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ। আমরা পার পেয়ে যেতে পারিনি। আমরা সম্ভবত ২০ রান কম করেছি। উইকেট স্লো ছিল এবং বাউন্সও কম ছিল। সব মিলে ভারসাম্যপূর্ণ একটি উইকেট ছিল। বাংলাদেশ তাদের অভিপ্রায় নিয়ে খেলেছে যা আমাদের অনেক চাপের মধ্যে ফেলেছে।’
এসজি