ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে দিল বাংলাদেশ
টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে তার ফায়দা অনেকটাই তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের শুরুর ঝড় মোকাবিলা করে শেষ পর্যন্ত তাদেরকে করতে দিয়েছেন ৬ উইকেটে ১৫৬ রান।
সাকিব টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের রানকে স্বল্প পরিসরে আটকে রাখার জন্য। কিন্তু জস বাটলারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ছিল সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর পরিকল্পনায়। সেখানে তারা সফল। কিন্তু পুরো ইনিংসে নয়। প্রথম ১০ ওভারে তাদের রান ছিল ১ উইকেটে ৮০, সেখানে পরের ১০ ওভারে রান আসে ৫ উইকেটে ৭৬। শেষ ৫ ওভারে যোগ করে মাত্র ৩০ রান। উইকেট হারায় ৪টি। শেষ ২ ওভারে আসে ১৩ রান। উইকেট পড়ে ২টি।
শেষ ৫ ওভারের ২ ওভার বোলিং করে হাসান মাহমুদ রান দেন ১ ও ৪। উইকেট নেন ২টি। এসময় মোস্তাফিজ ২ ওভারে ৯ ও ৭ রান দিয়ে নেন ১ উইকেট। তাসকিন শেষ ওভারে ৯ রান দিয়ে নেন ১ উইকেট।
ইংল্যান্ড ব্যাটিং পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ওভারপ্রতি ৯ এর কাছাকাছি রান সংগ্রহ করে ৫১। ব্যাটিং পাওয়ার প্লেতে কোনো উইকেট না পড়ায় দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার রান সংগ্রহের গতি আরও বাড়িয়ে দেন। ওভারপ্রতি ১০ করে রান আসে ৮০। এসময় উইকেট পড়ে একটি। ১০ নম্বর ওভারের শেষ বলে ফিল সল্টকে ৩৫ রানে ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম। এই জুটি আরও আগেই ভাঙা যেত জস বাটটলারকে আউট করে।
পাওয়ার প্লের শেষ ওভারে নাসুমকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন বাটলার। কিন্তু সাকিব ক্যাচ ধরতে পারেননি। সেই বাটলার পরে আউট হন ৪টি করে চার ও ছয় মেরে ৪২ বলে ৬৫ রান করে হাসান মাহমুদের বলে নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দিয়ে। তিনি ক্যারিয়ারের ২৫তম হাফ সেঞ্চুরি করেন ৩২ বলে ৩টি করে চার ও ছয় মেরে। এই দুইজন ছাড়া বেন ডাকেট ১৩ বলে ২০ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি।
হাসান মাহমুদ ২৬ রানে নেন ২ উইকেট। সাকিব ২৬, নাসুম ৩১, তাসকিন ৩৫, মোস্তাফিজ ৩৫ রানে নেন একটি করে উইকেট।
এমপি/এসজি