পরিবর্তনের ডাক দিয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিরতি। সময়ের হিসেবে প্রায় চার মাস। এ সময় বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে খেলেছে। কিন্তু কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। সেই না খেলার অবসান হচ্ছে আজ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোনো ম্যাচ খেলেনি। আজ তারাও প্রথম মাঠে নামবে। দুই দলের খরা কাটানো ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। নিয়েছে বোলিং করার সিদ্ধান্ত।
টি-টোয়েন্টি ক্রিকেট প্রচলন হওয়ার দুই দলের এটি প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ। আর ম্যাচের হিসেবে দ্বিতীয়। ইংল্যান্ডের যেমন আজ প্রমাণ করার আছে তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন দল। জয়ই তাদের কাম্য। কিন্তু বাংলাদেশের সেরকম কোনো আকাশচুম্বি লক্ষ্য নেই। আর থাকবেই বা কী করে? এই ফরম্যাটে তো বাংলাদেশের পায়ের তলার মাটিই নেই। তাই বাংলাদেশ চাইবে অন্তত ইংল্যান্ডকে হারিয়ে পায়ের তলার মাটি খোঁজে পেতে।
এই সিরিজকে সামনে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা বাংলাদেশের সেরা একাদশে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। সর্বশেষ খেলা একাদশের তিন খেলোয়াড় এবাদত, মোসাদ্দেক ও সৌম্য সরকার দলে না থাকায় তিনটি পরিবর্তন ছিল আবশ্যিক। সেখানে পরিবর্তন হয়েছে চারটি। এই তিনজনের সঙ্গে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। তিনি বাদ পড়ায় কিপিং করবেন লিটন।
বাংলাদেশের ৭৮তম ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে বিপিএল কাঁপানো ব্যাটসম্যান তৌহিদ হৃদয়ের।
৮ বছর পর দলে ফিরে একাদশেও ফিরেছেন বিপিএলেরই আরেক তারকা ওপেনার রনি তালুকদার। ২০১৫ সালের ৭ জুলাই মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক ম্যাচই খেলেছিলেন। এরপর বাদ পড়ে যান। আর ফেরা হয়নি। এবার পেয়েছেন আবার সুযোগ।
রনির মতো ৮ বছর না হলেও ২ বছর পর সেরা একাদশে ফিরেছেন মিডেল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারী। বিপিএলে তিনি খুব একটা ভালো করতে পারেননি। সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের ২২ নভেম্বরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। ২৩ বল করেছিলেন ২২ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর আবার একাদশে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, রনি তালুকদার, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহম, হাসান মাহমুদ ও শামীম হোসেন পাটোয়ারী।
এমপি/এসজি/এসএন