ক্রাইস্টচার্চে ভালো শুরু শ্রীলঙ্কার
টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে চোখ রেখে নিউজিল্যান্ড সিরিজ শুরু করেছে শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস ও দিমুথ করুনারত্নের হাফ সেঞ্চুরি এবং অন্যদের ছোট ছোট অবদানে ক্রাইস্টচার্চে ভালো শুরু পেয়েছে সফরকারীরা।
বৃহস্পতিবার (৯ মার্চ) হ্যাগলি ওভালে প্রথম টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৩০৫ রান। ধনাঞ্জয়া ডি সিলভা ৩৯ এবং কাসুন রাজিথা ১৬ রানে অপরাজিত আছেন। আগামীকাল দুজনের ব্যাটে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে লঙ্কানরা।
টস ভাগ্য হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। মাত্র ১৩ করে প্যাভিলিয়নের পথ ধরেন ওসাদা ফার্নান্দো। তাকে ফেরান কিউই পেসার টিম সাউদি। তবে শুরুর ধাক্কা শ্রীলঙ্কা সামলে নেয় করুনারত্নে ও কুশালের দ্বিতীয় উইকেট জুটিতে।
প্রথম দিনে ভয়-ডরহীন ব্যাটিং উপহার দিয়েছেন কুশাল। কিন্তু আফসোস সেঞ্চুরি পাওয়া হয়নি তার। আউট হন ব্যক্তিগত ৮৭ রানে। তাদের ১৩৭ রানের (১৫৬ বলে) জুটিও ভাঙেন সাউদি। স্বাগতিক অধিনায়কের পর উইকেট শিকারের আনন্দে মাতেন ম্যাট হেনরি। তিনি ফেরান আরেক হাফ সেঞ্চুরিয়ান (৫০) লঙ্কান অধিনায়ক করুনারত্নকে।
দ্বিতীয় সেশনের শুরুতে পর পর দুই ওভারে থিতু হওয়া দুই ব্যাটারকে হারিয়ে ফের চাপে পড়ে শ্রীলঙ্কা। এরই মাঠে এক পসলা বৃষ্টি ভিড়িয়ে যায় মাঠ। আকাশের কান্না ও চাপের মুখে দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউস উপহার দেন ৮২ রানের জুটি।
লঙ্কান চতুর্থ উইকেট জুটিও ভাঙেন সাউদি। ৩৯ রান করা চান্দিমালকে নিজের তৃতীয় শিকার বানান কিউই অধিনায়ক। খানিকবাদে ব্যক্তিগত ৪৭ রানে হেনরি দ্বিতীয় হন ম্যাথিউস। শেষ বিকেলে মাইকেল ব্রেসওয়েলের বলে এলবির ফাঁদে পড়েন নিরোশান ডিকবেলা (৭)।
আরএ/