৪ বছর পর চট্টগ্রামে টি-টোয়েন্টি ম্যাচ
ঘরের মাঠে সিরিজ বা টুর্নামেন্ট হলে ভেন্যু বলতেই ঢাকার পর চট্টগ্রাম। দুইটি টেস্ট হলে একটি মিরপুরে, অপরটি সাগরিকায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হলেও একই অবস্থা। দুইটি মিরপুরে, একটি চট্টগ্রামে। টি-টোয়েন্টি হলেও তাই। কিন্তু এবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে চার বছর পর।
সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তিন জাতির আসরে ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচ জিতেছিল বাংলাদেশ ৪ উইকেটে। আফগনিস্তানকে ৭ উইকটে ১৩৮ রানে আটকে রেখে বাংলাদেশ রান পাড়ি দিয়েছিল ১৯ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান করে।
এই ম্যাচের পর এমন নয় যে বাংলাদেশ ঘরের মাঠে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। একে একে তারা চার চারটি সিরিজ খেলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষ ৫ ম্যাচের, পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের এবং আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ খেলেছিল। মোট ১৭টি ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল মিরপুরে।
এই ১৭টি ম্যাচের মাঝে বাংলাদেশ জয় পেয়েছিল ১০টিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি, জিম্বাবুয়ের বিপক্ষে ২টি এবং আফগানিস্তানের বিপক্ষে ১টি ম্যাচ জিতেছিল। হেরেছিল পাকিস্তানের কাছে ৩টি, নিউজিল্যান্ডের কাছে ২টি এবং অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে ১টি করে।
চট্টগ্রাম বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের উর্বর ভূমি। অনেক সাফল্য গাঁথা রচিত হয়েছে চট্টগ্রামে। সর্বশেষ তারা ওয়ানডে ম্যাচে তারা ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ৫০ রানে। ৪ বছর পর আবার শুরু অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ। দুই দলই বিশ্বকাপের পর প্রথম মাঠে নামবে। ইংল্যান্ডের শরীরে মাখানো বিশ্বকাপের শিরোপা। বাংলাদেশের নাজুক অবস্থা। চট্টগ্রামে কি আবারও ফলন দেবে বাংলাদেশের ক্রিকেটে!
এমপি/আরএ/