ব্যাটিং-বোলিং র্যাঙ্কিংয়ে সাকিবের ৫ ধাপ উন্নতি
প্রতি সপ্তাহের বুধবার র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। আজও (৮ মার্চ) তার ব্যতিক্রম ঘটল না। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আপডেট করেছে ক্রিকেটারদের তালিকা। তাতে ওয়ানডে ব্যাটার ও বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের।
সম্প্রতি শেষ হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ, যা ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। হোম সিরিজে সাকিবের বদৌলতে ধবলধোলাইয়ের লজ্জা এড়ায় লাল-সবুজ দল।
গত সোমবার তৃতীয় ওয়ানডেতে ৭৫ রান করেন সাকিব। সিরিজে ৪৭.০০ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ (১৪১) রানসংগ্রাহক ছিলেন তিনি। এরই প্রভাব পড়েছে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। তালিকায় ৫ ধাপ এগিয়ে ২৭ নাম্বারে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার।
বাংলাদেশের জয়ের ম্যাচে ৪ উইকেটও শিকার করেন সাকিব। গড়েন কীর্তি। এর আগে প্রথম দুই ওয়ানডেতে পান ১টি করে উইকেট। সব মিলে ৬ উইকেট শিকারে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে অবস্থান করছেন দেশের ক্রিকেটের পোস্টার-বয়। দুই তালিকায় উন্নতির পাশাপাশি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ৩৫ বছর বয়সী সাকিব।
এসজি